অবশেষে প্রমাণিত হলো যে - TopicsExpress



          

অবশেষে প্রমাণিত হলো যে আহমদ শফি একজন চরিত্রহীন,লুচ্ছা,বাদমাইস। আজ সকালে বালেরকেল্লার একটা পোস্ট দেখলাম যেটাতে লেখা ছিলো। নিউইয়র্কের কিছু গবেষক গবেষনা করে দেখেছেন যে,যদি পুরুষের সামনে সুন্দরি মহিলাদেরকে রাখা হয় তাহলে ঐ পুরুসগুলোর মুখে লালা আসবেই। তারা পোস্টটি দেওয়ার আগে কি একবার ও চিন্তা করেছিলো যে পুরুষগুলোকে ওখান ই ঈমানদার নয়,তারা খ্রীষ্টান,লুইচ্ছা,বদমাইস,চর তাহলে এর অর্থ দাড়ায় সুন্দরী নারীদের দেখলে ঐ চরিত্রহীনদের ও লালা পড়ে তাই চরিত্রহীন শফির ও লালা পড়ে। কোনো ঈমানদার পুরুষের সামনে যদি কোনো উলংগ নারী রাখা হয় তাহলে ঐ উলংগ নারীর দিকে নজর যাওয়া মাত্র-ই যদি নাউযুবিল্লাহ বলে চোঃখ ফেরায় তাহলে সেই হলো প্রক্রিত ইমানদার। আর যদি চোঃখ না ফিরিয়ে জিহ্বের লালা ঝরায় তাহলে তার ঈমান,চরিত্র নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে একটা সত্য কাহিনী বলি।একদা হযরত ইব্রাহীম (আঃ) এর ঈমান নষ্ট করার জন্য সকল বিধর্মীরা ভাবলো তাকে বন্দি রেখে ত পাশে একটি উলংগ সুন্দরি নারীকে রাখা হবে,তাতে তার ঈমান নষ্ট হয়ে যাবে।কিন্তু ইব্রাহীম (আঃ) এর ঈমান ও সততা দেখে পরে ঐ নারী-ই ইসলাম গ্রহন করেছিলো। তাহলে এর অর্থ এই দাড়ায় শফির ঈমান দুর্বল তাই সুন্দরী নারী দেখলে তার অতিরিক্ত কামনা জাগে..… "যারা সতী-সাধ্বী,নিরীহ ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে,তারা ইহকালে ও পরকালে ধীকৃত এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি"ঃ-সূরা আন নূর-২৩।
Posted on: Wed, 17 Jul 2013 18:59:32 +0000

Trending Topics



uary-24-2014-Gods-Living-Bible---The-Third-Testament---Gods-topic-715934005106771">January 24, 2014 Gods Living Bible - The Third Testament - Gods
Manado-Jakarta hrg 885.000 by Batik Air jam 07.45 , 19.40 •
Christians with Pervasive Issues [Paperback] If you want to find
121063">Craftsman 9-26535 Insert Bit Set, 83-Piece Online Clearance Sale
Lola Tatlyan performs a song from the musical 31st of June.
Nouveau 6/8/2013: Riadh Sidaoui au quotidien algérien Reporters:
ਹੁਕਮਨਾਮਾ ਸ਼੍ਰੀ ਦਰਬਾਰ

Recently Viewed Topics




© 2015