আমার চাওয়ার কিছু নেই।আমি - TopicsExpress



          

আমার চাওয়ার কিছু নেই।আমি পেয়েছি-তোমাকে। আমার রক্তে,চোখের জলে।” ” আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি? কাউকে ভালোবাসা কি পাপ না অন্যায় না অপরাধ না নিষেধ?আমি তোমাকে ভালোবাসি–তোমার দৃষ্টিকোণ থেকে এটা কি?নিশ্চয় অন্যায়?পাপ ও হতে পারে?তাই না? ” সত্যিই তো–তোমার সুন্দরে চরণ ছোঁয়ার যোগ্যতা আমার নেই।আমার যে দু’হাত মাখা কালি। যে কালি তোমার রাঙ্গা পায়ে লেগেছে,চোখের জলে তা ধুয়ে দিতে চাই।” ” কথাগুলো তোমার সামনে দাঁড়িয়ে বলা উচিৎ ছিল।কিন্তু আমি তোমার সামনে যেতে পারি না। বড্ড ভয় লাগে। তোমাকে দেখলে অনেকটা এলোমেলো হয়ে যাই। কথা বলার ভাষা হারিয়ে ফেলি।কেন এমনটা হয় বুঝি না।এটাই বুঝি ভালোবাসা,এটাই বুঝি প্রেম।” ” আমার কপালটা সত্যি ই অনেক অদ্ভুত।যাকে এত ভালোবাসি,সে আমাকে একদম ই দেখতে পারে না। আচ্ছা,তুমি কেন ছেঁড়া কাগজের মত আমাকে বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছ?” ” আমি যে সত্যি ই তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি” ” একটা মেয়েকে কিভাবে প্রেম নিবেদন করতে হয়সেটা আমার জানা নেই। তবে এটা জানি,আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। আমার সুর্যের আলোর মত নিরপেক্ষ।কিন্তু আমি তোমাকে তা বুঝাতে পারি না। আমি যে এমনি।” ” তুমি কি একটি বার চিন্তা করে দেখেছ,কি আগ্রহে এক স্বপ্নবাজ ছেলে ভীষণ মুগ্ধতায় সারাক্ষণ তাকিয়ে থাকে…?” ” সত্যিই অনেক আজব এই পৃথিবী! আজব পৃথিবীর মানুষগুলো!! আর সবচেয়ে বেশি আজব পৃথিবীর নারী গুলো!!!” ” অদৃষ্টের বিড়ম্বনায় ভিক্ষে যদি কেউ কেউ চাইতেই আসে,ভিক্ষে তাকে তুমি নাই বা দিলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিয় না। পৃথিবীর কাছে হয়তবা তুমি কেউ একজন;কিন্তু কারো কাছে হয়তবা তুমি ই তার পৃথিবী” ” তোমরা মেয়েরা পৃথিবীর সব ছেলেদের একই রকম মনে কর।কিন্তু পৃথিবীর সব ছেলে এক রকম নয়।কিছু ব্যতিক্রম অবশ্যই আছে।তোমরা বিজ্ঞানে যুগে বাস কর বলে পৃথিবির সব ছেলেদের তোমাদের কাছে একই রকম মনে হয়।আচ্ছা,তোমাদের বিজ্ঞান কি বলতে পারে এক ফোঁটা অশ্রু জলে কয় ফোঁটা রক্ত হয়.…..?” ইতি– কোন এক হতভাগা . . . (এই চিঠিটা আমি আজো তাকে দিতে পারি নি। মনে হয় কখন দেয়াও হবে না।) নাঈম
Posted on: Fri, 22 Nov 2013 15:01:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015