আমার জঙ্গী তালেবানী - TopicsExpress



          

আমার জঙ্গী তালেবানী মা.. ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা ঘর থেকে বের হলে পর্দা মেনেই বের হন। রাস্তা ঘাটে অনেক মহিলার হাত কাটা পাতলা ব্লাউজের ভেদ করা অর্ন্তবাস প্রদর্শন করাদের দলে আমার মা না ।শাড়ী পড়ে রাস্তা ঘাটে পেট প্রদর্শন করেও হেঁটে বেড়ানোদের দলেও না আমার মা। তাই আমার মা জঙ্গী,হেফাজতী তালেবানী মহিলা।এমন জঙ্গী,হেফাজতী,তালেবানী মায়ের সন্তান হতে পেরে আমি গর্বিত। হে হেফাজতী,জামায়াতী,তালেবানী জঙ্গী মা আমার,কসম আমার সৃষ্টিকর্তার তোমার পেটে জন্মানো এই সন্তান তোমাকে নিয়ে গর্ববোধ করে..... ‘যারা মাথায় ঘোমটা দেয় তারা আর যাই হোক বাঙালী হতে পারেনা’ - রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আহমেদ আরিফ
Posted on: Sat, 10 Aug 2013 14:45:30 +0000

Trending Topics



yle="min-height:30px;">
NJ Spotlight interviewed the two teachers named to the Governors
Homemade Coconut Milk Shampoo and Body Wash If youre looking to

Recently Viewed Topics




© 2015