আমার জীবন টা আসলে - TopicsExpress



          

আমার জীবন টা আসলে বারমুডা ট্রায়াঙ্গাল এর মত...... অনবরত ঝড় আর একের পর এক রহস্য ...... যেখানে নিজেই নিজের কুলকিনারা পাই না। নাকি আমি আসলে মহাসমুদ্রের মাঝে ঐ বৈঠা হারানো পাল ভাঙ্গা নৌকার মত, যে আদতে কোন কূল ই খুজে পায় না। খালি ভেসে বেড়ায়, ভেসেই বেড়ায়...... তারপর একদিন...... একদিন কোন কুলের দিশা না পেয়ে টুপ করে ডুবে যায়...... এখন, ভালো না থাকাটাই আমার কাছে ভালো থাকা।
Posted on: Thu, 15 Aug 2013 07:11:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015