আরেক - নব্য রাজাকার - TopicsExpress



          

আরেক - নব্য রাজাকার পঙ্গুবীর নীতিহীন ধান্দাবাজ আবদুস সালামের ধৃষ্টতা— নব্য রাজাকার পঙ্গুবীর নীতিহীন ধান্দাবাজ সালামের প্রকাশ্য হুমকী এবং মাস্তানী! টক শো না হয়ে বাইরে হলে আরাফাতকে দেখে নিতেন বলে সবার সামনে প্রকাশ্য হুমকী! নব্য রাজাকার পঙ্গুবীর ধান্দাবাজ নীতিহীন আবদুস সালাম ছাত্রজীবনে বৈজ্ঞানিক সমাজতন্ত্রী জাসদের নগর ছাত্রলীগের নেতা ছিলেন। পরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে ধান্দাবাজী এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার হয়ে এলে -- জাসদ ছেড়ে এরশাদের রাজনৈতিক সাথী হন। হয়ে যান ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র! এরশাদের সেই ৯ বছর বেশ ভালোই ছিলেন। এরশাদের পতন হলে, বিএনপির জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষা নেন। তারেক জিয়ার সঙ্গে নাকি বেশ সখ্যও ছিল! এক-এগারোর পর, ইয়াজুদ্দিন-মইনুদ্দিন-ফখরুদ্দীনের আমলে, এই সালাম সিদ্ধান্ত নিলেন, খোলনলচে পাল্টে ঘুনেধরা বিএনপিকে সংস্কার করতে হবে! লেগে গেলেন ঘুনে ধরা বিএনপিকে সংস্কার (খালেদা-তারেককে মাইনাস) করার কাজে! হাজির হলেন মান্নান ভূঁইয়ার সংস্কারী দরবারে। সেই দরবাঢ় তার আগেই সমৃদ্ধ করেছেন সাইফুর রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, ড. ওসমান ফারুক, সাদেক হোসেন খোকা, জেনারেল (অব.) মাহবুবসহ অনেকে বড় বড় নেতা। এই ভাবে ২০০৭-২০০৮ ইয়াজুদ্দিন-মইনুদ্দিন-ফখরুদ্দীনের ছত্রছায়ায় তার দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। ২০০৮-এর ডিসেম্বরের নির্বাচনের পরে ইয়াজুদ্দিন-মইনুদ্দিন-ফখরুদ্দীনের যুগের এবং দুর্গের পতন হলে -- কিছুদিন লাপাত্তা থাকার পর, সংস্কার বাদী এবং পঙ্গুবীর ধান্দাবাজ নীতিহীন সালাম আবার নোঙর ফেলেন জাতীয়তাবাদী ঘাটে। তবে তখন ম্যাডামের তেমন একটা কৃপাদৃষ্টি লাভ করতে পারেননি। বিভিন্ন টিভি চ্যানেলে টক শো করে, ম্যাডামের এবং তারেকের পক্ষে প্রচুর দালালি করেও ম্যাডামের এবং তারেকের সুদৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও সফল হন নাই! কিন্তু তারপরেও তার প্রানান্তকর চেষ্টা চলছিল! সেদিনের (গত ফেব্রুয়ারীর) টক শোও তার, সেই চেষ্টার একটু অংশবিশেষ বলে ধরে নেওয়া যায়। কিন্তু তারপরেও তার ভাগ্যের শিকে খুলে তো নাই, আরও অবস্থার অবনতি হল। সম্প্রতি ম্যাডাম তাকে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব পদ থেকে বাদ দিয়ে, তার অনেক জুনিয়র কে সেই পদে নিয়োগ দিয়েছে! এত মাস্তানী–তেলমারা-দালালি করার পরও সে ম্যাডামের কৃপাদৃষ্টি লাভ করতে পারে নি। হায়রে কপাল! নব্য রাজাকার সাবেক জাসদ- জাতীয় পার্টি-সংস্কার বাদী পঙ্গুবীর ধান্দাবাজ নীতিহীন সালেমের কপাল এবার আর খুলল না! দেখুন, সাবেক জাসদ, সাবেক জাতীয় পার্টি, বিএনপির সাবেক সংস্কার বাদী এবং বর্তমানে খালেদার রোষনলে পরা এবং সম্প্রতি ঢাকা মহানগর বিএনপির অব্যহতি প্রাপ্ত সদস্য সচিব, এরশাদের আমলে এবং খালেদার বিএনপি আমলে অবৈধ ভাবে এবং দুর্নীতির মাধ্যমে করা কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক আব্দুস সালামের প্রকাশ্য হুমকী এবং মাস্তানী! টকশোতে এবং তার পরে মেজর আখতার-সালামের লাইভ এবং প্রকাশ্য হুমকী এবং মাস্তানী! https://youtube/watch?feature=player_embedded&v=p2LjFvHu0FU https://facebook/photo.php?v=10201531482515628&set=vb.1433899780&type=2&theater
Posted on: Mon, 25 Aug 2014 06:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015