আরে ভাই কিসের বন্দুক - TopicsExpress



          

আরে ভাই কিসের বন্দুক যুদ্ধ। দেশের মানুষকে এভাবে হত্যা করার লাইসেন্স শেখ হাসিনাকে দেওয়া হয়নি। মানুষ অপরাধ করলে দেশের আইন আছে আদালত আছে। প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রকেই এর দায়ভার নিতে হবে।রাষ্ট্র যখন সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয় তার মানে দাঁড়ায় রাষ্ট্র জনগণের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। এর পরিণাম কী হতে পারে? পরিণামে আমাদের state sovereignty নামে কোন কিছু না থাকার সম্ভাবনা প্রবলভাবে জেগে উঠবে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার নামে যদি অগণত নেতা কর্মী হত্যা করা হয় তাহলে সেখানে রাজনৈতিক বিপর্যয় নেমে আসাটাই স্বাভাবিক। আগেও বলেছি আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। পৃথিবীর ইতিহাসে কোন আদর্শবাদী দলকে fascism এর মাধ্যমে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।
Posted on: Sun, 26 Jan 2014 12:54:16 +0000

Trending Topics



n-height:30px;"> Staten Island Man Is Accused of Planting Bombs to Stop a WeddingBy

Recently Viewed Topics




© 2015