ইসলামে..... @চার ত্বরিকা - TopicsExpress



          

ইসলামে..... @চার ত্বরিকা (ক্বাদেরীয়া, চিশতীয়া, নক্সেবন্দীয়া, মোজাদ্দেদীয়া) @চার মাযহাব (হানাফি, শাফিঈ, হাম্বলি, মালেকি) এই চার ত্বরিকা ও চার মাযহাবের পর যদি কেউ নতুন করে ৫ম মাযহাব প্রতিষ্ঠা করে তাহলে বুঝতে হবে তারা বাতেল লা মাযহাবী ও ভ্রান্ত ইতিহাস বিখ্যাত ওহাবী নেতা,ব্টিশের দালাল , পীরের দরবার থেকে বিতাড়িত, তাবলীগের প্রতিষ্ঠাতা ও কুফরি কিতাব তাকভিয়াতুল ঈমান, সিরাতে মুসতাকিমের লেখক ইলিয়াস এর পীর এবং ৫ম তরিকা তরিকায়ে মোহাম্মদীর প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ বেরলভী. তার ই তরিকার অনুসারী হল উপমহাদেশের কিছু সুন্নী নামধারী দরবার. সেই দরবার গুলো হল সারছিনা, ফুলতলি ফুড়ফুড়া, দেওয়ানবাগী, আড়াইবাড়ি, চন্দ্রঘোনা ইত্যাদি দরবার যারা নিজেরা তাদেরকে একদিকে সুন্নি বলে দাবি করে আর অন্যদিকে ইমামে আহলে সুন্নাত আলা হযরত রেজা খান ফাজেলে বেরলভী রহ: কে মানে না. এমনকি ফেসবুকে কিছু পেজ বিশেষ করে ছারছিনা দরবার শরীফ নামক পেজটিতে এবং কিছু একাউন্ট থেকে তারা এখন তাদের নেতা সৈয়দ আহমদ বেরলভীর কুকর্ম গুলো ঢাকার জন্য আলা হযরত রেজা খান রহ: কে নিয়ে মিথ্যাচার করছে. তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য সকল সুন্নী ও মুসলিম ভাইদেরকে আহবান জানাচ্ছি.
Posted on: Wed, 21 Aug 2013 04:05:15 +0000

Trending Topics



e for Home Use, Tax and
Today I found myself reminiscing as one of my closest friends,
Ich lebe allein mit KET63 GEBOREN 2.7 . 1950 JACHRE IST ALT ALT!
Awesome Deer Creek Hills Winter Service Day! 21 docents, 2 SVC
For all of you who do and did not know, received a phone call from
Menu combinado de sábado (Entrada + Prato Principal +
Hey, I am in a bit of a pickle everyone. I received a Virginia
Receptionist Vacancy - Seasonal Position Windermere Full time

Recently Viewed Topics




© 2015