ঈদের শবযাত্রা জাফর - TopicsExpress



          

ঈদের শবযাত্রা জাফর পাঠান অর্ণব বন্যাও আজ ভেসে যায়, মার খুশির বন্যায় ঘরের ছেলে ঘরে আসবে ঈদ পূর্ণিমায়, প্রতি চন্দ্রবছর দেখে নেয় নিজকে-সন্তান আয়নায় কাল চান্নি-আসবে আজ লক্ষী সোনায়, পথপাণে তাই চেয়ে থাকে মায় সকাল-দুপুর-সন্ধায় সময় যত গড়ায়-শংকা অজানা চিন্তায়, ভুতুড়ে পেঁচার ডাকে-কে যেন ভীতির শিঙ্গা বাজায় থেকে থেকে অপেক্ষায়-মা ঘুমিয়ে যায়। যখন ভাঙ্গে ঘুম মার, ভাঙ্গে ঘুম বাঁধ ভাঙ্গা চিন্তার হলো সকাল-এলোনা সন্তান আমার, আজ পেরুলে কাল যে ঈদ, ধরিত্রীর খুশি অপার বসে মা সহে তাই-অপেক্ষার প্রহার, ভিঁজিয়েছে মা চিতই পিঠা, পছন্দ লক্ষী সোনার আসে গোধূলী-খুশিতে ভাটি চেতনার অবোধ মন পথ ধরে হাটে দুশ্চিন্তার-দূর অজানার ঘুমিয়ে পড়ে ক্লান্ত মা-হাত ধরে ভাবনার। উঠোন ভরা কোলাহলে মার ভাঙ্গে ঘুম-ঈদ সকাল দুর্বোধ্য সুরে ডাকে-ঘরের বিড়াল, মা খুলে গিয়ে দ্বার-বুঝিবা সন্তান এসেছে আমার মুখ ঢেকে কে শুয়ে, জুরে খাটিয়ার, দেখাও জলদি খুলে তোমরা, সয়না ত্বর আমার ওরে-স্থির চোখে মুখ দেখছিস কার? তুইতো বলিসনি, এভাবে মুখ দেখবি তোর মার! কেনো তুই, বাকরুদ্ধ-স্তব্ধ-নিঃসাড়। দ্বাড়াও লক্ষীটি আমার-দম্ বন্ধ হয়ে হচ্ছি অসার শত চেষ্টায়ও যে, দিতে পারছিনা আর্তচিৎকার হচ্ছি যে অসাড়, সাথি হবো তোমার-শবযাত্রার, যাবে একসাথে দুটি খাটিয়ার, তোমার-আমার। লিংক - satkahan/literature-2/3582-2014-10-04-09-28-15
Posted on: Thu, 09 Oct 2014 05:57:42 +0000

Trending Topics



height:30px;">
Ce inseamna sa fi 'tigan' ? este o calitate ? este o virtute ?
Heres 70 events happening around Boston this weekend. Happy
Waking up late like 2.30 in the afternoon. Recieved such 24 msgs.
Where To Get Black Friday eForCity Hot Pink 3.5mm In-Ear Stereo

Recently Viewed Topics




© 2015