এই খেলাতে শেখ আহমাদ শাহ - TopicsExpress



          

এই খেলাতে শেখ আহমাদ শাহ এবং Sazedul Waheed দ্বারা ট্যাগিত হইলাম। আপনার স্ট্যাটাসে দশটি বইয়ের নাম লিখুন, যে বইগুলো সময় পেরুলেও আপনি ভুলতে পারেন না। কোন না কোনভাবে যেগুলো আপনাকে প্রভাবিত করেছে, বদলে দিয়েছে। অল্প একটু সময় লাগবে এই খেলাটা খেলতে। আর খুব বেশি চিন্তা করার দরকার নেই। বইগুলো যে কালজয়ী সাহিত্য হতে হবে, এমন কোন কথা নেই। লিস্টি করা হলে আমাকে আর আপনার দশজন বন্ধুকে ট্যাগ করে দিন, যেন আমরা আপনার পছন্দের বইগুলোর নাম জানতে পারি। ( যা বুঝলাম বেশিরভাগ বই স্কুল-কলেজে থাকতে পড়া -_- ) আমার লিস্টঃ ১) একটি খুনের স্বপ্ন - হুমায়ুন আজাদ ২) কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৩) শঙ্খনীল কারাগার - হুমায়ূন আহমেদ ৪) আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র ৫) ধূসর পাণ্ডুলিপি - জীবনানন্দ দাশ ৫.৫ ) একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম ৬) অগ্নিপুরুষ(মাসুদ রানা) - কাজী আনোয়ার হোসেন ৬.৫) David Copperfield - Charles Dickens ৭) Harry Potter and the Prisoner of Azkaban - J.K. Rowling ৭.৫) The Da Vinci Code- Dan Brown ৮) একজন অতিমানবী - মুহম্মদ জাফর ইকবাল ৮.৫) যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ - হুমায়ূন আহমেদ ৯) বিবর্তনের পথ ধরে - বন্যা আহমেদ ৯.৫) আমার অবিশ্বাস- হুমায়ুন আজাদ ১o) পুতুল নাচের ইতিকথা-মানিক বন্দ্যোপাধায়
Posted on: Fri, 29 Aug 2014 14:03:25 +0000

Trending Topics



div>
Chelsea FC: The Tactical Changes That Mourinho Can Bring When
Women Nike Wmns Air Max 1 Snow Leopard (319986-099) (9.5 B(M) US)
Do not criticize one another, my brothers and sisters. If you
2004 Honda Accord Sedan 4 Cylinder With Rear Disc Brakes Approved
Toshiba Satellite Pro 495CDT AC/DC Adapter CHECK PRICES NOW! >>

Recently Viewed Topics




© 2015