একটি স্পষ্ট দলিল... - TopicsExpress



          

একটি স্পষ্ট দলিল... প্লিজ এড়িয়ে যাবেন না... ধর্ষনের হার অনুযায়ী ২০৬ দেশের মধ্যে প্রথম ৫ দেশঃ---- ১) South Africa: প্রতি ১০ লক্ষ নারীতে ১১৯৫ জন ধর্ষিত হয়। ২) Australia: প্রতি ১০ লক্ষ নারীতে ৭৭৭ জন ধর্ষিত হয়। 3) Canada : প্রতি ১০ লক্ষ নারীতে ৭৩৩ জন নারী ধর্ষিত হয়। ৪) U.S.A : প্রতি ১০ লক্ষ নারীতে ৪৫৭ জন নারী ধর্ষিত হয়। ৫) India : প্রতি ১০ লক্ষ নারীতে ৩০১ জন নারী ধর্ষিত হয়। তালিকার শেষের ৫ টি দেশ:---- ১) Saudi Arabia: শেষের দিক থেকে ১ নম্বর। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ২ জন ধর্ষিত হয়। এই দেশে শরিয়া আইন এ চলে। মেয়েদের পর্দা না করে বের হওয়া মানা। ২) Azerbaijan: শেষের দিক থেকে ২ নম্বর। প্রতি ১০ লক্ষ নারীতে ৩ জন ধর্ষিত হয়। এই দেশেও মেয়েদের পর্দা আবশ্যক। ৩) Yemen: শেষের দিক থেকে ৩ নম্বর। প্রতি ১০ লক্ষ নারীতে ৪ জন ধর্ষিত হয়। এই দেশেও মেয়েদের পর্দা আবশ্যক। ৪) Oman : এখানে প্রতি ১০লক্ষ নারীতে ৫ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক । ৫) Indonesia : এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ১৮ জন ধর্ষিত হয়। এই দেশেও মেয়েদের পর্দা আবশ্যক । ফলাফলঃ মেয়েদের পর্দা আবশ্যক হওয়ার কারনেই ঐ দেশগুলোতে ধর্ষনের হার এত কম। উপরের পাঁচটি দেশই অমুসলিম কান্ট্রি এবং নিচের পাঁচটি দেশই মুসলিম কান্ট্রি... তাহলে আমার প্রশ্ন.. উপরের এই স্পষ্ট প্রমান দেখার পরেও কি আপনি তসলিমাদের সুরে সুর মিলিয়ে বলবেন.. ইসলাম নারীকে ঠকিয়েছে..? ইসলাম নারীকে তার যোগ্য মর্যাদা দেয়নি..??
Posted on: Tue, 21 Oct 2014 00:22:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015