একটা হৃদয়কে নারা দেয়ার - TopicsExpress



          

একটা হৃদয়কে নারা দেয়ার কাহিনী লিখেছেন অচেনা একজন . . . . . একটু আগে আপুর সাথে বাইরে গিয়েছিলাম। দোকানের পাশে দাড়িতে ছিলাম। ২ মিনিট পরে একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইলো। বললামমাফ করো। তারপরে দেখি সে দোকানের ওই পাশে যেয়ে বসলো। ঠিক এইটার ৪/৫ মিন পরে একটা ছোট বাচ্চা এসে ২টাকা চাইলো।আমার কাছে আসলে কোন টাকা ছিল না। আমি কোন কথা বললাম না। আমাকে পাশ কাটিয়ে বাচ্চাটা এইবার আরেকটা লোকের কাছে যেয়ে খাবার খাওয়ার টাকা চাইলো। লোকটা ছেলেটাকে কোন টাকা তো দিলই না বরং বাজে কথা বলে তাড়িয়ে দিল। এইবার যে ঘটনাটা ঘটলো,এইটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাদের সবাইকে অবাক করে দিয়ে ছোটবাচ্চাটা কে একজন খাবার কিনে দিল (কলা পাওরুটি)। লোকটা কে জানেন? আর কেও না,,,,,সেই ভিক্ষুকটা। ভিক্ষুকটার প্রতি সম্মান অনেক বেড়ে গেলো। আপু আসলে আমি ভিক্ষুকটা কে ৫০ টাকা দিলাম। শুধুআমি না যারা ওইখানে উপস্থিত ছিল,সবাই কম বেশি ভিক্ষুকটাকে টাকা দিলো। সত্যি মানবতা অনেক বড় জিনিষ যেটা আমাদের অনেকেরই নায়। এইপোস্টের জন্য কারো কাছথেকে লাইক চাইবোনা। লাইক দেয়া নিজের ইচ্ছা। ¤¤ Like & Comment If U Want to Get Next Post ¤¤
Posted on: Sun, 07 Jul 2013 08:51:35 +0000

Trending Topics



EST-FOR-topic-612478408822231">** VERY LOW SPREAD FOREX BROKER (VERY FAST EXECUTION BEST FOR

Recently Viewed Topics




© 2015