এক আব্বু, তার ছেলেকে ৩০০ - TopicsExpress



          

এক আব্বু, তার ছেলেকে ৩০০ টাকা দিয়ে বলল, “যা... মোড়ের বাটা দোকান থেকে এক জোড়া নতুন জুতা কিনে নিয়ে আয়... আর হ্যা শোন, সিঁড়ি দিয়ে ৫ তলায় উঠার সময় একটি সিঁড়ি পার না হয়ে, দুটো করে সিঁড়ি পার হবি... তাহলে তোর জুতা বেশীদিন টিকবে” ছেলে নতুন জুতা পরে, বাপের আদেশ পালন করে সিঁড়ি দিয়ে উঠতে যাবে এমন সময় এক তলার এন্টোনি আঙ্কেল বলল, “ঐ খাড়া... নতুন জুতা কিনেছিস নাকি? শোন, ৫ তলায় উঠার সময় একটি সিঁড়ি পার না হয়ে, তিনটা করে সিঁড়ি পার হবি... তাহলে দেখবে জুতা অনেককক দিন টিকবে” ৫ তালায় উঠে ছেলে হাঁপাতে হাঁপাতে বাপ কে বলল, “আব্বা আব্বা আমি ৩টা করে স্টেপ পার হইসি... জুতা আরও অনেককক বেশীদিন টিকবে... তুমি খুশি হইসো আব্বা... খুশি হইসো?” আব্বা দিলো ছেলেরে একটা বন-থাপ্পড়! ছেলে কাঁদতে কাঁদতে বলল, “আমি কি করসি?” ‘হারামি তুই ৩০০ টাকার জুতা বাঁচাইতে যেয়ে, তোর ৫০০ টাকার প্যান্টের তলা ছিঁড়ে ফেলাইসস!’ “আব্বা এন্টোনি আঙ্কোল এই বুদ্ধি দিসে” ‘যেই দেক বুদ্ধি, প্যান্টের তলা তো ছিড়সে তোরই... নাকি?’ --- আমরা দুই’স্টেপ–দুই’স্টেপ করে আগাচ্ছি... মন্দ তো না একদিন আম্রিকান এন্টোনি এসে বলল, “TICFA (Trade and Investment Co operation Framework Agreement) সাইন করো ব্যাটা... এক বারে তিন’স্টেপ যাবে... টিকবে অনেকদিন” আমরা বুদ্ধিমান হয়ে থাকলে, তাদের এই বুদ্ধি আমাদের নেয়াটা ঠিক হবে না; প্রচুরর ফাঁকফোকর আছে এতে ...আর নিলে; তলা কিন্তু আমাদেরই ছিঁড়বে তাতে ভুলে গেলে চলবে না, “জাতি হিসেবে, আম্রিকা হলো ‘জাতে মাতাল তালে ঠিক’... আর এই কারনেই বোধহয়, hulk চেইতে গেলে তার পরিধিও সব কাপড় ছিঁড়ে যায়, কিন্তু মাশাল্লাহ প্যান্টখানা ছিঁড়ে না” তেমনি; “আমাদেরও হওয়া উচিত, জাতে মাতাল তলে ঠিক” By- arif r hossain
Posted on: Wed, 19 Jun 2013 15:26:26 +0000

Trending Topics



="margin-left:0px; min-height:30px;"> I have asked the questions why, but I guess the answers for
15.6 WXGA Glossy Laptop LED Screen For Acer Aspire 5943 Here
So seldom are there organizations actually willing to grow and
Hello, my name is Bigley and two of my favorites things are
Black Friday Sales # Jostar Womens Onion Skin Long Sleeve Bolero
On January 16, 1786, the Virginia Statute for Religious Freedom
iNakba is a trilingual mobile app based on GPS Navigation

Recently Viewed Topics




© 2015