একে তো পুরাতন মুভির নতুন - TopicsExpress



          

একে তো পুরাতন মুভির নতুন করে আপডেট দেওয়া উচিত না, তার ওপর আবার সবাই বোধয় মুভিটা দেখে ফেলেছেন। কিন্তু আজকে আবারো The Ring দেখার পর মনে হল যারা এখনও এটা দেখেননি, তাদের জন্যই কিছু একটা লেখা দরকার। Psychological Horror যাদের ফেভারিট Genre, তাদের কাছে তো The Ring ভাল লাগবেই, আবার আমার মত যারা হরর বেশি দেখেন না, মুভিটা তাদেরও মোটেই খারাপ লাগবে না। মুভিটির মুল কাহিনী প্রবর্তিত হয় এক ভিডিও টেপ নিয়ে যা দেখার এক সপ্তাহের মধ্যে দর্শকের মৃত্যু হয়। এই টেপ দেখার পর নিজের ভাগ্নির মৃত্যু ঘটলে ছবির মুল Protagonist সাংবাদিক রাচেল গা ঝাড়া দিয়ে ওঠেন রহস্যের সমাধান করতে আর উদ্ঘাটন করেন এক ভয়ঙ্কর, পৈশাচিক সত্যের .....................মুভির কাহিনী এগিয়েছে বেশ সুন্দরভাবে,বেশ সহজেই কাহিনির মধ্যে ঢুকে যেতে পারবেন। আর অবশ্যই মুভিটাকে আরও আকর্ষণীয় করে তুলেছেন নায়িকা Naomi Watts তার অসাধারণ অভিনয় দিয়ে, আপনারা যারা The Impossible দেখেছেন, Naomi Watts এর মনকাড়া অভিনয় নিশ্চয় আপনার অজানা নয়। আর আপনি যদি Naomi Watts এর অন্য কোন মুভি না দেখে থাকেন, এই অসাধারণ হরর মাস্টারপিসটি দেখে ফেলুন আর পরিচিত হন হলিউডের একজন শক্তিশালী অভিনেত্রীর সাথে............ IMDB rating: seven.one
Posted on: Fri, 03 Oct 2014 16:21:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015