কবিতা - Poem যে টেলিফোন আসার - TopicsExpress



          

কবিতা - Poem যে টেলিফোন আসার কথা -পূর্ণেন্দু পত্রী যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি। যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসরঘন্টা শাখেঁর উলু একশ বনের বাতাস, এসে একটা গাছে হুলুস্থুলু! আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে- দীঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে। এখনো কি ডাকার সাজে সাজেনি? যে টেলিফোন বাজার কথা বাজেনি। তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি, গন্ধে আঁকে সুখের আদল খাঁ খাঁ মনের সবটা খালি; মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি! প্রতীক্ষা তাই প্রহর বিহীন আজীবন ও সর্বজনীন সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানশীন স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না।
Posted on: Sun, 27 Oct 2013 12:49:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015