কিছু কিছু কান্না, শুধুই - TopicsExpress



          

কিছু কিছু কান্না, শুধুই দুচোখে জলের বন্যা। কিছু কান্না অর্থহীন, কারো কাছে বা মূল্যহীন । কিছু কান্না ঝরে গোপনে ,... কখনো বা ভালবাসার অগোচরে । কিছু কান্না মানে অপূর্ণতা, বেদনার নীল রঙে আঁকা, আকাশ পানে চেয়ে কষ্ট উড়িয়ে দেয়া । হয়তো বা সত্য ছিল না তোমার ভালবাসা, তবুও এ মন আজ মানতে চায় না বাধা। মেনে নিতে চায় মন, অভিনয় করে হলেও ভালবেসেছিলে মোরে কিছুক্ষণ..........................
Posted on: Thu, 19 Sep 2013 15:38:50 +0000

Trending Topics



Zuzana 2. Som bruneta 3. Milujem
October: Home Buyers & Investors Information Evening. After
UMLand Medini Lakeside Launching the FRIST Grade A office
...hope you understand why we excuse ourselves politely from
Na, noch jemand wach? :D Ich habe meine Prinzipien über Bord
***P & C MOBiLE**** New and hot model Super promosi Samsung And
From the home of the dirty Dutch sound comes another electro

Recently Viewed Topics




© 2015