খুব ছোটবেলায় যখন - TopicsExpress



          

খুব ছোটবেলায় যখন রিক্সাচালককে কষ্ট করে রিক্সা চালাতে দেখতাম তখন চিন্তা করতাম এত কষ্ট করে রিক্সার পেডেল ঘুরানোর কি দরকার একটা মোটর লাগালেই তো হয়। সেই ভাবনা থেকে বড় হয়ে রিক্সাতে মোটর লাগানোর ইচ্ছা ছিল। কিন্তু কিছুদিন পর অটোরিক্সা আসার পর স্বপ্ন বাস্তবায়ন দেখতে পেলাম। বিশ্ববিদ্যালয়ে এসে মোবাইলে পেনড্রাইভ থেকে কোন ডাটা নিতে পিসির হেল্প লাগাতে বিরক্তি লাগতো। তাই চিন্তা করতাম সরাসরি পেনড্রাইভে একটা মোবাইল পোর্ট সংযুক্ত করলেইতো এত ঝামেলা হয় না। এই কথাটা এক বড় ভাইকে বলাতে উনি বললেন ক্যাম্পাসে গেইটে এক দোকানে এরকম পেনড্রাইভ পাওয়া যায়। অবিশ্বাস্য হলেও সত্যি স্বপ্নের বাস্তবায়ন দেখে বড় ভাইকে সাথে নিয়ে পেনড্রাইভ কিনলাম। কিছুদিন আগে থেকে water resource engineering এর irrigation and flood control course পড়তে গিয়ে জানতে পারলাম বাংলাদেশের মোট পানি ব্যবহারের ৯৫% ভূ-গর্ভস্থ পানি। তখন থেকে একটা চিন্তা করতাম কখনো যদি এই ভূ-গর্ভস্থ পানি উঠানো সম্ভব না হয় বা পানির layer নিচে চলে যায় কি অবস্থা হবে। আজ সারা বাংলাদেশে বিদ্যুতিক গোলযোগ এর কারনে ভূ-গর্ভস্থ পানি উঠানো সম্ভব হচ্ছেনা যাহা আমার দুঃস্বপ্নের বাস্তবায়ন।
Posted on: Sat, 01 Nov 2014 16:07:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015