গতকাল ২২ শে নভেম্বর ছিলো - TopicsExpress



          

গতকাল ২২ শে নভেম্বর ছিলো ভুলে গিয়েছিলাম। গতকাল দুপুর ১২.৩০ মিনিটে আমেরিকার ৩৫ তম প্রেসিডেন্ট জন ফিটজেরাল্ড কেনেডি ডালাস টেক্সাসে একটা মোটর শোভা যাত্রায় স্নাইপারের গুলি তে মারা যান। তখন তার পাশে বসে ছিলে ফার্স্ট লেডি জ্যাকুইলিমম। স্বামীর মৃত্যু দেখেছেন তিনি হুড খোলা গাড়ি টিতে বসে। জুন ৫, ১৯৬৮, পয়েন্ট টুটু রিভলবার দিয়ে লসএঞ্জেলস এর এম্বাসেডর হোটেলে তিন বার গুলি করা হয় রবার্ট ফিটজেরাল্ড কেনেডি কে। এফবিআই এর পার্সোনাল বর্ডিগার্ড শর্টকার্ট বলে নিয়ে গিয়েছিলো ছোট্ট পথে। নির্বংশ করার একটা মিল খুজে পাচ্ছেন ? যেটা আমাদের দেশে হয়েছিলো। এবার চলে যাই একটি চলচ্চিত্রে। জেএফকে নাম মুভি টার। কেনেডি এসাসিনেশন নিয়ে তৈরি হওয়া পুরো মুভি। অলিভার স্টোনের। আমার মাঝে মধ্যে মনে হয় এই মুভি টা শুধু মুভি না, একটা দলিল। যা যুগ যুগ ধরে মানুষ দেখবে আর ভাববে। কি কাভার আপ আর প্লটিং ছিলো। কত টা গভীর একটা এসাসিনেশন প্লট। চলে আসি দেশে, কারন আমেরিকা ততটা গুরুত্বপূর্ন না আপাতত। ৭১ থেকে দেশে বহু মহান রাজনৈতিক নেতা নিহত হয়েছেন বিভিন্ন ক্যু/ছুতোয়/গোপনে। সেসব হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী আছে অনেক গুলোর। কিন্তু আমাদের দেশে অলিভার স্টোন নেই। যে সাহস করে এগিয়ে এসে বলবে, যাহ শালার মুভি বানাবো। রিসার্চ করে পুরো ঘটনা টি তুলে ধরবে। তবে আমাদের দেশে চাষী নজরুল ইসলাম আছে। তিনি ১৯৭১ এ প্রথম মুক্তিযুদ্ধের ছবি করেন। মনে আছে ক্যাম্পে ধর্ষিত নতুন কে ধরে পেলে খসরু ? খসরু নিজেই মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্যাশন আর স্পষ্ট ছিলো।। এই ছবি তে বাজানো হয় সেই গান সাবিনা ইয়াসমিনের- এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যাঁরা, আমরা তোমাদের ভুলবো না। আমরা ভুলিনি। ভুলে গেছেন চাষী নজরুল ইসলাম। তিনি আজকাল জামাতের ইফতার পার্টি তে যান। মুনাজাত ধরেন, সকল যুদ্ধাপরাধী নেতা দের মুক্তির জন্য। বাংলাদেশের স্বাধীনতার পটভূমি তে করা প্রথম চলচ্চিত্রের পরিচালক আজ সাঈদির মুক্তি চন। গোলাম আযমের মুক্তি চান। মাটির ময়না সিনেমাটি যখন কান চলচ্চিত্র উৎসবে যায়, ঠিক সেই সময়ে নিয়ে নির্মাতা তারেক মাসুদ ফেস্টিভালে বসেই জানতে পারেন যে তাঁর মাটির ময়না সিনেমাটি বাংলাদেশের সেন্সর বোর্ড কর্তৃক নিষিদ্ধ হয়েছে । ছবিটি স্পর্শকাতর। আমার মাদ্রাসার গল্প পত্রিকায় যায় না, ঐটাও নাকি..... যাই হোক। মেবি, উই আর নট রেডি ইয়েট। কিন্তু আর কবে রেডি হবো? আরও ১০০ বছর ? ততদিনে এই দলিল গুলো থাকবে ? ১৫ আগষ্টের প্রত্যক্ষদর্শী থাকবে ? চার নেতার কথা ? তাহেরের মৃত্যুর আগের কথা? এগুলো সেলুলয়েডে কে ফোটাবে ? নাকি সবাই চাষী নজরুল হবো। আলেকজেন্ডার উপমহাদেশে পা দিয়ে অবাক হয়ে প্রধান সেনাপতি সেলুকাস কে বলেছিলেন,- সত্যিই সেলুকাস। কি বিচিত্র এই দেশ!
Posted on: Sat, 23 Nov 2013 17:15:31 +0000

Trending Topics



"sttext" style="margin-left:0px; min-height:30px;"> predstava buducej soboty - grilovacka v kruhu rodiny... tsssaa
But the Comforter, which is the Holy Ghost, whom the Father will
UPDATES:Shadrick MA30 Malambo is back in the team after miss out

Recently Viewed Topics




© 2015