গত বছরের বিপুল জনপ্রিয় - TopicsExpress



          

গত বছরের বিপুল জনপ্রিয় টেলিফিল্ম @18 all Time দৌড়ের উপর এর পর এই বছর কুরাবানীর ঈদের জন্য ডিরেক্টর আদনান আল রাজীব নির্মান করছেন Middleclass Sentiment. ঈদের আগেই ফাইনাল ট্রেলার চলে আসবে। তবে এটার ফার্স্ট টিজার টা রিলিজ পেয়েছে। টিজারটা দেখেই বেপক মজা পেলাম। আমাদের মিডলক্লাস ফ্যামিলির ছেলেমেয়েদের সেন্টিমেন্টের ব্যাপারটা এই কয়েক সেকেন্ডের টিজারেই চমৎকার ভাবে উপস্থাপন হয়েছে। মেয়েটাকেও অনেক ভাল লেগেছে। আশা করছি এটাও দূর্দান্ত একটা কাজ হবে। অনেকেই নিশ্চয়ই ফাইনাল টিজার টার জন্য অপেক্ষা করছেন। এটা দেখে জানান কেমন লাগলো? :) #বায়োস্কোপ - bioscopeblog.net
Posted on: Sat, 27 Sep 2014 04:05:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015