জন্ম দিনের শুভেচ্ছা আদান - TopicsExpress



          

জন্ম দিনের শুভেচ্ছা আদান প্রদানের কোন বিষয় ইসলামে পাওয়া যায় না। বিশুদ্ধ হাদিস থেকে এটা পাওয়া যায় যে রাসুল (সাঃ) সোমবার দিন সিয়াম পালন করতেন কেননা এই সোমবার তাঁর জন্ম এবং এই সোমবারই প্রথম কুরআন অবতীর্ন হয়। - আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির । প্রতি সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, সোমবার আমি জন্মগ্রহণ করেছি ও সোমবার নবুওয়্যাত প্রাপ্ত হয়েছি এবং সোমবার আমার উপর কুরআন নাযিল করা হয়েছে। [মুসলিম] অর্থাৎ জন্ম বারের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর ইবাদত করে দিনটি ব্যক্তিগতভাবে পালন করা যেতে পারে। কিন্তু কোন সাহাবি রাসুল (সাঃ) কে জন্ম বারের শুভেচ্ছা জানিয়েছেন এরকম কোন তথ্য প্রমান পাওয়া যায় না। অতএব জন্মদিনে wish বা শুভেচ্ছা বিনিময়ের বিষয়ে ইসলামে কিছুই বলা নাই। কেননা সাহাবাগন জানার পরেও রাসুল (সাঃ) কে wish করেন নাই বা রাসুল (সাঃ)ও এ বিষয়ে সাহাবাদের কোন নির্দেশনা দেন নাই। অর্থাৎ বাৎসরিক হিসেবে জন্ম দিনের বিষয়ে কাওকে শুভেচ্ছা জানানো এটা কাফেরদের উদ্ভাবিত একটি বিষয় এবং এটা কাফেরদের কালচার শরিয়তে যার পক্ষে কোন দলিল নেই। সোমবার দিন সিয়াম রাখার বিষয়ে আরাও একটি কারন বর্নিত হয়েছে যে সোম বার বান্দার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর নিকট পেশ করা হয়। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী আদমের আমল সপ্তাহের সোম ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি পছন্দ করি আমার আমল সিয়াম অবস্থায় পেশ করা হোক। [তিরমিযী] অর্থাৎ দেখা যাচ্ছে শুধুই জন্ম বার হিসেবেই রাসুল (সাঃ) সোমবার সিয়াম রাখতেন না বরং তার পিছনে আর কিছু কারন রয়েছে। তবে জন্মবারের কৃতজ্ঞতা স্বরূপও যে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখা যায় সেটারও দলিল সাব্যস্ত হয়েছে। অতএব সাপ্তাহিক জন্মদিন জন্ম বার ব্যক্তি নিজের মধ্যে ইবাদত তথা সিয়াম এর মাধ্যমে পালন করতে পারে কিন্তু বাৎসরিক নয়। এবং কারও জন্মদিন বা জন্ম বারে wish করা বা শুভেচ্ছা বিনিময় বা অনুষ্ঠান করা শরিয়ত সম্মত নয়। অতএব আমাদের উচিত হবে ধীরে ধীরে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অর্থাৎ happy birth day বলার অভ্যাস পরিবর্তন করা এবং এই প্রক্রিয়া ধীরে ধীরে ভুলে যাওয়া। মহান আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। ইনশা আল্লাহ এই পোস্ট থেকে অনেকে উপকৃত হবেন। চাইলে শেয়ার বা কপি পেস্ট করতে পারেন।
Posted on: Sun, 17 Nov 2013 13:54:36 +0000

Trending Topics



-A-with-Attorney-David-topic-767039616719431">CRIMINAL DEFENSE ATTORNEY - Drug Offense Q&A with Attorney David

Recently Viewed Topics




© 2015