জাতীয় বিশ্ববিদ্যালয়ে - TopicsExpress



          

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য >>>>>>>>>>>>>> #লগইন (Login) ঃ মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীকে Applicants Login অপশনে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে Login করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, বরাদ্দকৃত বিষয়, সংশি−ষ্ট কলেজের নাম ও অন্যান্য তথ্যসহ ভর্তির আবেদন ফরম Website এ প্রদর্শিত হবে। #বিষয়_পরিবর্তনের_আবেদনঃ মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে আবেদন ফরমের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে টিক (✔) চিহ্ন দিতে হবে। #আবেদন_ফরমের_প্রিন্টঃ সঠিক তথ্যসহকারে ভর্তির আবেদন ফরমটি Submit Application অপশনে ক্লিক করলে একটি চূড়ান্ত ভর্তির আবেদন ফরম Website এ দেখা যাবে। উক্ত ফরমটির দুই কপি A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট নিতে হবে। পরবর্তিতে রোল নম্বর ও পিন কোড দিয়ে একাধিকবার ফরমটি প্রিন্ট নেয়া যাবে। #সংশিষ্ট_কলেজে_ফরম_জমাঃ আবেদনকারীকে প্রিন্ট করা ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও ভর্তি ফি সংশি−ষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। চূড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ফেরত দিবে । #বিষয়_পরিবর্তনের_ফলাফল ও করণীয়ঃ সংশি−ষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধা স্কোরের ভিত্তিতে শিক্ষার্থীকে তার বিষয় পছন্দক্রমের ঊর্ধ্বক্রমে বিষয় পরিবর্তনের ফলাফল ভর্তি সংশি−ষ্ট অলরেজাল্টবিডি এর Website/ SMS এর মাধ্যমে জানানো হবে। শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে নির্দিষ্ট Website থেকে একই প্রক্রিয়ায় বিষয় পরিবর্তনের ফরম সংগ্রহ করে সংশি−ষ্ট কলেজে জমা দিতে হবে। উলে−খ্য যে, কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে । >>> বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না। :#চূড়ান্ঃ_ভর্তি_নিশ্চয়নঃ সংশি−ষ্ট কলেজ কর্তৃক Online-এ মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি/বিষয় পরিবর্তন নিশ্চয়ন করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীকে SMS ও E-mail এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়াও শিক্ষার্থী অনলাইনে Login করেও তা জানতে পারবে
Posted on: Mon, 19 Jan 2015 09:39:05 +0000

Trending Topics



stbody" style="min-height:30px;">
8 die as passengers jump out of train inAndhra Pradesh,
Steven Moffett wrote: We have reduced SALVATION to having our
cuando yo era pequeño te descontaban 2 pesetas por casco (serán
If a person is too young to carry a gun for self defense, they are
India goes towards -0- Power instead of Super Power?! IS INDIA
Good morning FACESPACE FAMILY of Joyous Bliss, and resounding

Recently Viewed Topics




© 2015