তখন আমি কুমিল্লা জিলা - TopicsExpress



          

তখন আমি কুমিল্লা জিলা স্কুলে ক্লাস সেভেনে পড়ি।স্কুলে তখন নতুন নিয়ম শুরু হল।একদিন ক্লাসে absent থাকলে application দিতে হবে।তার চেয়ে বেশী absent থাকলে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে।তখন আমি এক ডাক্তারের prescription নিয়ে শুধু মাত্র name, phone number চেঞ্জ করে পুরা তিনটা প্যাড বানিয়ে ফেলি।কাজটা কলেজেও করেছি।ডাক্তারের চেম্বারটা just কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসছি।Medicine সেই একই।Napa,Tuska,Chiprosine,Multivitamin…..:p আর সব শেষে “সম্পূর্ণ বেড rest ,৭দিন পর আবার আসবেন”
Posted on: Thu, 05 Sep 2013 16:41:12 +0000

Trending Topics



ft:0px; min-height:30px;"> Little People, Big People by Charles R. Swindoll 1 Corinthians
Cú Đấm Của Một Đứa Con Gái! - Full Ngông cuồng [

Recently Viewed Topics




© 2015