প্রতিদিনের মত আজও পাবলিক - TopicsExpress



          

প্রতিদিনের মত আজও পাবলিক বাসে অফিসে যাচ্ছিলাম ......চন্দ্রিমা উদ্যান এর সামনে এসে বাস পড়ল signal এ ......জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি এক হিন্দু দম্পতি রিকশায় বসে আছে আর বউটির ওড়না রিকশার চাকার কাছে ঝুলছে ......আমি তাকে বললাম ওড়না ঠিক করে বসতে ...।।...কিন্তু আমার বিনাপয়সার উপদেশ তার মনে হয় ভাল লাগে নাই......সে কিছুই বলল না , আবার ঘুরে তার জামাইয়ের সাথে গল্প শুরু করে দিল ......সাথে সাথে signal ও ছেরে দিল.....উড়োজাহাজ মোড় পর্যন্ত আসতেই দেখি মেয়েটির ওড়না চাকার সাথে পেচিয়ে মেয়েটি রিকশা থেকে পরে গেছে......আমার মেয়েটির জন্যখারাপ লাগলেও মনে মনে খুশি ও হইছি .........!!!............ বি...দ্র---আমরা যে বাঙ্গালি সেটা আমরা সবসময় ই প্রমাণ করি......মেয়েটি যেমন করেছে......ভাল কথার দাম আমরা কখনই দেই না ....
Posted on: Wed, 13 Aug 2014 06:33:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015