প্রথম কথা হচ্ছে আমার এখন - TopicsExpress



          

প্রথম কথা হচ্ছে আমার এখন ঘুমাবার কথা বা ক্যালকুলেটর হাতে বসে থাকার কথা। দুটার কোনোটাই করছি না। অনেকদিন পর আজ অনেকক্ষণ এফবি তে কাটালাম। হাত নিশপিশ করছে। উপমা ধার করতে করতে আমি ক্লান্ত,কলম আমার নিশ্চল। আমি খুব তীব্র ধরণের আনস্টেবল মানুষ। এখন যা ভাল্লাগছে,আমি জানি কয়েক মুহূর্ত পরই আর তা ভাল্লাগবে না। কেমন জানি হয়ে যাচ্ছি। টিনএজ শেষ হয়ে যাবার লক্ষণ?? হতে পারে। মনে হচ্ছে দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছি। লক্ষ্য করছি তো যে ৬-৭ বছর আগের বন্ধু আর ৪-৫মিনিট আগে পরিচয় হওয়া ছেলেটার মাঝে পার্থক্য করতে পারি না। সবার সাথে একইভাবে মিশে যাচ্ছি,কারো সাথেই ঘনিষ্ঠতা নাই। কি আশ্চর্য! কি জানি এক অদৃশ্য দেয়াল তৈরী হয়ে যায় আপনাআপনি। আমি দেয়ালের এক পাশ থেকে ভাঙ্গার চেষ্টা করি আর অন্য পাশ থেকে অনেকে করে। কিন্তু এ দেয়াল তো ভাঙ্গে না। নিউটনের তৃতীয় সূত্র কাজ করে না। যত যাই করি দেয়াল আগের জায়গাতেই রয়ে যায়। কেউ দেয়ালের উপর মই দিয়ে পার হবার চেষ্টা করলে ভূমিকম্প শুরু হয়। যা হবার তাই হয়। মই উল্টে পরে কষ্ট পায় আরেকজন। জীবনের তুচ্ছতা আমি আবিষ্কার করেছি বহুবার্। গতকালের কথাই বলি। নেইমার্। জণ্মের পর প্রতিটা ব্রাজিলিয়ান যেই স্বপ্ন দেখে তার প্রথম টা হলো বিশ্বকাপ জেতা। মাত্র ২২বছর বয়সে গোটা জাতির প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ছেলেটা দলকে সেমিফাইনালে পৌছে দিল। কিন্তু এই দেশের মাটির বিশ্বকাপ নেইমারের হলে জীবন তার তুচ্ছতা প্রমাণ করবে কিভাবে? যা হবার তাই হলো। নেইমার চলে গেল ইঞ্জুরিতে। নেইমার যদি এখন সুইসাইড করে সে দায় কে নেবে? কি এক অদৃশ্য সুতায় ঝুলছে আমাদের জীবন! আমরা মানুষেরা মনে হয় গোল্ডফিশের নিকটাত্মীয় গোছের কোনো প্রজাতি। নিয়তির ঢেউ বারবার আমাদের দূরে সরিয়ে দেয়। আমরা আবার ভেসে চলে আসি,তাড়া করি নিজ নিজ স্বপ্নকে। আর গোল্ডফিশের স্বজাতি গোছের কেউ বলেই হয়তো ভুলে যাই জীবনের তুচ্ছতা,অপ্রাপ্তি আর দু:খ কে। খালি ছুটে বেড়াই আমরা। প্রত্যেকেই আমরা ঘরে থেকেও যাযাবর্। ইনগ্রিডের গানটা মনে পড়ছে, the storm is coming but I dont mind People are dying,I close my binds All that I know is I am breathing now All I can do is keep breathing All we can do is keep breathing. . . . . . . . .
Posted on: Sat, 05 Jul 2014 12:07:25 +0000

Trending Topics



style="margin-left:0px; min-height:30px;"> Vous arrive t-il souvent de douter et de vouloir tout laisser
June Holy Ghost Service Prayer Points #HelpIsOnTheWay 1)

Recently Viewed Topics




© 2015