ফেসবুক ফটো ভেরিফিকেশন যে - TopicsExpress



          

ফেসবুক ফটো ভেরিফিকেশন যে কত ঝামেলার তা যারা পড়ছেন তারাই ভালো জানেন। আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেই ফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে। এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে। যাইহোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে। তাহলে নিয়ে নিন সল্যুশন। (অনেকে এই নিয়ে আমাকে অনেক ম্যাসেজ করছে জানার জন্য) পদ্ধতি- প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান। তারপর Security অপশনে প্রবেশ করুন। (নিচের ছবির মতো) সেখান থেকে Trusted Contacts এ যান। তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন। সেখানে আপনী আপনার তিন/ পাচঁজন জন খুব কাছের এবং পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন । (তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে) তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verification করতে হবে। তারপর Confirm এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত। ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুব সহজে সমাধান করতে পারবেন।
Posted on: Fri, 05 Dec 2014 02:49:56 +0000

Trending Topics



ft:0px; min-height:30px;"> Daftar Transfer Musim Panas Premier League 2013 Bursa transfer
For 35 years Ive been a blissfully devoted blissful Meryl Streep

Recently Viewed Topics




© 2015