বৃটিশ কৌশল, একটি সায়েন্স - TopicsExpress



          

বৃটিশ কৌশল, একটি সায়েন্স ফিকশান ও কিছু রাজনীতিঃ বৃটিশদের ১৯০ বছরের শষনের পিছনে যে কৌশলের অবদান তা হলো Divide and rule. হাসিনার ও একই কৌশল। জোটে ভাঙ্গন ধরাবে, আন্দোলন পিছোবে আর সে শাষন করবে। ক্লড একটি ইউনিভার্সাল কম্পিউটার প্রোগ্রাম। সারা বিশ্বের সব কম্পিউটার তার নিয়ন্ত্রনে। সে যা ইচ্ছা তাই করে। অনেকটা স্বৈরাচারী শাষকের মত। একে যতই ভাঙ্গা হোক সমান শক্তিশালী আরো ক্লড তৈরী হয়। তা মাথায় রেখেই প্রটাগোনিস্টের চেষ্টায় ক্লডের সেন্ট্রাল বাস কাটা সম্ভব হয় এবং সাথে সাথে আরো একটি শক্তিশালী ক্লড জন্ম নেয়। মুহূর্তে যখন আলাদা হয়ে থাকা সেন্ট্রাল বাসকে এক করে দেয়া হলো তখন সম সশক্তির ক্লডের মাঝে শুরু হলো ক্ষমতার দন্দ। একই স্থানের নিয়ন্ত্রন নেয়ার জন্য তারা মরিয়া। দুজনের লড়াইয়ে দুজনই ধ্বংস হলো। এখন দেশে যে রাজনীতি চলছে তাতে হাসিনার power consumption শেষ দেখার অপেক্ষা মাত্র। ক্ষমতার লড়াইয়ের বৈশিষ্ট্য হলো এতে কোন মমতা থাকেনা। তাই যখন নিজের ভিতর থেকে সম শক্তির ক্লড বের হবে তখন হাসু দিদি আত্মরক্ষার পথ খুঁজবেন। কারন সব কিছুই নিরদিষ্ট সীমায় আবন্দধ। এর ও শেষ আছে। পারথক্য শুধু রিজিক শেষ হলে মানুষ মরে আর ক্ষমতা শেষ হলে মানউষ ধ্বংস হয়ে যায়।
Posted on: Thu, 20 Nov 2014 05:55:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015