বেশ ভাবনার একটা - TopicsExpress



          

বেশ ভাবনার একটা বিষয়। আল্লাহ্‌ সুবহানাহু ওয়াতালা নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ! তোমরা পূর্ণাঙ্গরূপে ইসলামে প্রবেশ কর। এখানে আল্লাহ্‌ নির্দেশ দিচ্ছেন ঈমানদারগণকে। অবিশ্বাসীদের নয়। অর্থাৎ যারা ঈমান এনেছে বলে দাবি করে, তাদেরকেই আল্লাহ্‌ বলছেন নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের পথে সঁপে দিতে। আল্লাহ্‌ চাইলে অবিশ্বাসীদের উদ্দেশ্য করে বলতে পারতেন যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ কর। কিন্তু তিনি এ কথা বলেছেন মুমীনদের। এটা স্পষ্ট যে আল্লাহ্‌ জানেন যে পৃথিবীতে এমন অনেক মুমীন ছিল, আছে, থাকবে, যারা নিজেদের মুসলিম দাবি করেছে, করে, করবে। যারা নিজেদের ঈমানদার দাবি করে। কিন্তু তারা ইসলামের ভেতরে পুরোপুরি নেই। যেটা ভালো লাগে, সেটাই মানে, যেটা পোষায় না, সেটা মানেনা। আল্লাহ্‌ তাই এই ব্যধি থেকেই আমাদের মুক্ত হতে নির্দেশ দিচ্ছেন, যাতে আমরা এ ধরণের আধা-মুসলিম, কোয়ার্টার-মুসলিম কিংবা সেমি-মুসলিম আইডেন্টিটি থেকে নিজেদের রক্ষা করতে পারি। তাই লা-ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লাম আর নিজেকে মুসলিম পরিচয় দিলাম, সেটাই আল্লাহ্‌র কাছে যথেষ্ট নয়। আল্লাহ্‌ ঠিক আমাকে-আপনাকেই উদ্দেশ্য করে বলছেন ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যেতে। পা একটা ইসলামে দেবেন, আরেকটা রঙ ঢং এর দুনিয়ায় দেবেন, সেটা হবেনা।
Posted on: Fri, 18 Oct 2013 16:00:00 +0000

Trending Topics



div class="stbody" style="min-height:30px;">
HS2 - De kop is eraf. De competitie is alweer drie wedstrijden
Heres a black female journalists opinion of the Obamas. These are
LOS ANGELES FASHION WEEK WHOS HOT IN HOLLYWOOD MIXER HOSTED BY
For Immediate Release February 20, 2014 Gulf
AUDITION!!!! de KISS moves FUSION Dance Company: On the 3rd & 4th

Recently Viewed Topics




© 2015