বিসিএস পরীক্ষায় যত - TopicsExpress



          

বিসিএস পরীক্ষায় যত পরিবর্তনবদলে গেছে প্রশ্ন কাঠামো। বিসিএস পরীক্ষায় এসেছে আমূল পরিবর্তন। ১০০ নম্বরের পরিবর্তে এখন প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত শাহরিয়ারআমূল পরিবর্তন এসেছে বিসিএস পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাসে। প্রিলিমিনারিতে আগেথাকত ১০০ নম্বরের এমসিকিউ (মাল্টিপল চয়েস কোশ্চেন)। এখন তার পরিবর্তে থাকবে ২০০ নম্বরের পরীক্ষা। বিগত বছরগুলোতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন থাকত মোট ১০০টি। সময় ছিল এক ঘণ্টা। প্রশ্ন হতো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ে। ৩৫তম বিসিএস থেকে এসব বিষয়ের পাশাপাশি প্রশ্ন করা হবে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা,নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে। ২০০ নম্বরের পরীক্ষায় প্রশ্নও থাকবে ২০০টি। সময় দুই ঘণ্টা। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.৫ নম্বর।বাংলা ভাষা ও সাহিত্যবাংলা ভাষা ও সাহিত্যে আগে সাধারণত প্রশ্ন হতো ২০ নম্বরের। নতুন নিয়মে এ বিষয়ে বরাদ্দ থাকছে ৩৫ নম্বর। ভাষা অংশে থাকবে ১৫ নম্বর। প্রশ্ন করা হবে প্রয়োগ-অপপ্রয়োগ, বানানও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস থেকে। সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগ থেকে থাকবে ৫ নম্বর। আধুনিক যুগ(১৮০০ থেকে বর্তমান পর্যন্ত) থেকে করা হবে ১৫ নম্বরের প্রশ্ন।ইংরেজি ভাষা ও সাহিত্যবাংলা ভাষা ও সাহিত্যেও ২০ নম্বরের পরিবর্তে বরাদ্দ থাকবে ৩৫ নম্বর। Language অংশে থাকবে ২০ নম্বর। প্রশ্ন করা হবেParts of Speech, Idioms & Phrases, Clauses, Correction, Sentence & Transformation, Word ও Composition থেকে। English Literature থেকে থাকবে বাকি ১৫ নম্বর। এলিজাবেথীয় সময় থেকে একুশ শতক পর্যন্ত সাহিত্যিকদের জীবন ও কর্ম থেকে প্রশ্ন করা হবে।বাংলাদেশ বিষয়াবলিসাধারণ জ্ঞান : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি অংশ মিলে থাকত ২০ নম্বর। এখন বাংলাদেশ অংশেই থাকবে ৩০ নম্বর। প্রশ্ন করা হবে বাংলাদেশের জাতীয় ইতিহাস থেকে, থাকবে ৬ নম্বর। কৃষিজ সম্পদ; জনসংখ্যা; অর্থনীতি; শিল্প ও বাণিজ্য; সংবিধান; রাজনৈতিক ব্যবস্থা; সরকারব্যবস্থা থেকে থাকবে ৩ নম্বর করে। জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যমসংশ্লিষ্ট বিষয়ে থাকবে ৩ নম্বরের প্রশ্ন।আন্তর্জাতিক বিষয়াবলিসাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলি অংশে থাকবে ২০ নম্বর। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি থেকে থাকবে ৪ নম্বর।আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক; বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ; আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি থেকে এবং আন্তর্জাতিক সংগঠনগুলো ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে থাকবে ৪ নম্বর করে।ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাসিলেবাসে বিষয়টি নতুন যুক্ত করা হয়েছে। পূর্ণমান ১০। বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ওগুরুত্ব; বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ; বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা থেকে থাকবে ২ নম্বর করে।সাধারণ বিজ্ঞানআগে সাধারণ বিজ্ঞানে প্রশ্ন থাকত ২০টি। যদিও এ অংশে কম্পিউটার-প্রযুক্তি থেকেও প্রশ্ন থাকত। এখন থাকবে ১৫ নম্বর। ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও আধুনিক বিজ্ঞান থেকে থাকবে ৫ নম্বর করে। সরকারিকর্মকমিশনের পরামর্শ, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের অভিজ্ঞতার আলোকে উপলব্ধি থেকে প্রশ্নের উত্তর করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে বিজ্ঞানের ওপর পড়াশোনা না করলেও চলবে। প্রশ্নের সেট এমনভাবে করা হবে, যাতে দেশে ও বিদেশে আধুনিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার ও বিখ্যাত বিজ্ঞানীদের অবদান সম্পর্কযুক্ত থাকে।কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিকম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে থাকবে ১৫ নম্বর। কম্পিউটার অংশে নম্বর বরাদ্দ ১০। কম্পিউটারের কিবোর্ড, মাউস, ওসিআর, সিপিইউ, হার্ডডিস্ক, এএলইউ, কম্পিউটারের পারঙ্গমতা থেকে প্রশ্ন করা হবে। কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাসহ দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারের নম্বর ব্যবস্থা, অপারেটিং সিস্টেম, এমবেডেড কম্পিউটার, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়াল ও ডাটাবেইস সিস্টেম থেকে প্রশ্ন হবে।তথ্যপ্রযুক্তি থেকে থাকবে ৫ নম্বর। ই-কমার্স, সেলুলার ডাটা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি, স্মার্টফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট, নিত্যপ্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তিরবড় প্রতিষ্ঠান ও তাদের সেবা, ক্লাউড কম্পিউটিং, রোবটিক্স ও সাইবার অপরাধ থেকে প্রশ্ন করা হবে।গাণিতিক যুক্তিগাণিতিক যুক্তি থেকে প্রশ্ন থাকবে ১৫ নম্বরের। বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি; বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ; সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা; রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজসংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্তসংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র ও ঘন বস্তু এবং সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা থেকে ৩ নম্বর করে থাকবে।মানসিক দক্ষতামানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি থেকে থাকবে ১৫ নম্বর। প্রশ্ন করা হবে ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning), সমস্যা সমাধান, বানানও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক ও সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) থেকে।নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনএবারই প্রথম নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে থাকবে ১০ নম্বর। মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা, মূল্যবোধ ও সুশাসনের মধ্যে সম্পর্ক, মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের সাধারণ উপলব্ধি, ব্যক্তিজীবন তথা সমাজ ও জাতীয় আদর্শ বিনির্মাণে মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের গুরুত্ব, জাতীয় উন্নয়নে মূল্যবোধের শিক্ষা ও সুশাসন, সামাজিক প্রেক্ষাপটে সুশাসন ও মূল্যবোধের শিক্ষা প্রতিষ্ঠা, মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের গুরুত্ব, সুফল প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন করা হবে।
Posted on: Tue, 21 Oct 2014 19:27:16 +0000

Trending Topics



Forget the selfish gene: Evolution of life is driven by the
HP Compaq LA2006x 20-inch LED Backlit LCD Monitor (XN374A8) Cyber
CAPITAL is not a matter of imagination but so real thing by the
Rowany Festival AS XLVIII Archery Results It is my pleasure to

Recently Viewed Topics




© 2015