মহানবীর (সাঃ)গল্প একদা - TopicsExpress



          

মহানবীর (সাঃ)গল্প একদা রাসুল সা.গল্পকারে বললেন,এক ব্যক্তির তিন বন্ধু ছিল।যখন ঐ ব্যক্তির মূত্যুর সময় সমাগত হল,তখন সে তিন বন্ধুকে ডেকে পাঠাল এবং বললঃআমি পরপারের যাতরি হতে যাচ্ছি।এ মুহূর্তে তোমাদের করনীয় কি?প্রথম বন্ধু বলল,আমি দুনিয়াতে তোমার সাথে সব সময় ছিলাম এখন তোমাকে কবর পর্যন্ত পৌছানো আমার দায়িত্ব।এরপর কিছু পারবো না।দ্বিতীয় ব্যক্তিকে জিঙ্গাসা করা হলে তদ্রুপ উওর তবে বলল,মাঝে মধ্যে কবরে ফুল ছিটিয়ে দেবো।তূতীয় বন্ধুকে জিঙ্গাসা করা হলে সে বলল,আমি সব সময় তোমার সাথে থাকবো,এমনকি কবরে হাশরে পুলসিরাতে সর্বাবস্হায়।তখনরাসুল সা.বললেন তোমরা কি জান এ তিন বন্ধু কারা?প্রথম জন হল তার সম্পদ,দ্বিতীয় জন হল তার সন্তান,আর তূতীয় জন হল তার স্বিয় নেক আমল।সুতরাং আসুন,আমরা নেক আমলের উপর অটল থাকি।
Posted on: Mon, 10 Nov 2014 07:59:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015