মেঘ চলাচলে -শুভ্র (২২ - TopicsExpress



          

মেঘ চলাচলে -শুভ্র (২২ জুলাই, ২০১৩) মেঘ চলাচলে -শুভ্র (২২ জুলাই, ২০১৩) সারি সারি মেঘ চলে ভারি ভারি তালে চলার মাঝে ডাকে কোন মায়া জালে। আকাশের নীল পারে সাদা কালো ছাপে ছায়া দিয়ে মেঘ চলে কায়া ছিপ ছিপে। আলোর রেখা তার ছেলে বেলার সাথী কখন কোথায় খেলে নেই মতি গতি। অজানা থেকে আসে অজানায় যায় ক্লেশহীন নিষ্পাপ সাধু ঠিকানায়। একাবারও পিছনে দেখে না চেয়ে রাখালেরা তারে দেখে কি ওঠে গেয়ে। ধান খেতের সবুজে খেয়ালি চাদরে হঠাত হয়তো ঢাকে শ্যামল আদরে। নদীর শান্ত জলে শীতলের মতো সখী তার বাঁকা ঢেউ বহে অগণিত। কার কাছে যায় সে প্রতিদিনমান গোপন প্রেমের মতো আদান প্রদান। সকাল বেলা থেকে মেঘের দেশে এই ভাবে মন চলে নেচে গেয়ে হেসে। আরো কত কথা তোমার সাথে ছিল বাকি আমরা তার কি জানি? তবু দিব্যি মেঘের - নীলাকাশের আদালতে একদিন হবে তার শুনানি।
Posted on: Sun, 28 Jul 2013 10:40:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015