মোবাইলের জন্য ভাইরাস - TopicsExpress



          

মোবাইলের জন্য ভাইরাস খুবই বিপজ্জনক । অনেক দরকারি ডাটা নষ্ট হয়ে যায় ভাইরাসের কারনে । মোবাইল কে ভাইরাস মুক্ত রাখতে যা যা করণীয় ------- ১-- সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দামী এবং ভাল ব্র্যান্ডের মেমোরী কার্ড ব্যাবহার করা ৷ তাইলেই অর্ধেক কাজ শেষ ৷ ২-- একটি ভাল antivirus software ব্যাবহার করা ৷ ৩-- কখনই না চেক করে অন্য মোবাইলের মেমোরী কার্ড ব্যাবহার করবেন না ৷ ৪-- পারতপক্ষে চাইনীজ মোবাইল থেকে ফাইল নিবেন না ৷ তবে, Symphony, Walton এগুলোর প্রটেকশন সিস্টেম এখন উন্নত । তাই বেশি সমস্যা হবে না । ৫-- একই মোবাইলে কখনই Change করে করে দুই মেমোরী কার্ড ব্যাবহার করবেন না ৷ ৬-- মোবাইলের নিজস্ব স্টোর থেকে গেমস অথবা সফ্টওয়্যার ডাউনলোড করুন ৷ ৭-- ব্যাবহার করেন না এ ধরনের ফাইল মেমোরী কার্ডে রাখবেন না ৷ ৮-- মাসে একবার হলেও কম্পিউটারের সাহায্যে ভাল আপডেটেড antivirus software দিয়ে মেমোরী কার্ড স্ক্যান করুন ৷ ৯-- সপ্তাহে একবার মেমোরী কার্ডের Disc Defragment করুন ৷ ১০-- আজেবাজে website এ প্রবেশ করবেন না ৷ মোবাইল এর প্রোটেকশন সিস্টেম অন রাখলেই এই ধরনের সাইটে প্রবেশ করবে না ৷ আশা পোস্টটি সবারই কাজে আসবে আশা করি । ভাল লাগলে লাইক দিয়ে ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ৷ Admin-এম কে রুমি
Posted on: Sun, 26 Jan 2014 13:08:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015