যখন চাঁদ ঘুমিয়ে - TopicsExpress



          

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে আঁধার আকাশটাকে ফেলে, শুধু আমি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে। জেগে থাকি আকাশের তারায় মিলিয়ে যায় সব যেন কোথায়, জানি এই রাত শেষে ফিরবে না তুমি আর। তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি, কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি। মেঘের দেশে কি এখনো তুমি হারাও আনমনে? কবিতা কি লেখো এখনো আমায় ভেবে? বৃষ্টি নামে যখন তোমার ওই শরীরে, আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে? বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার, অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে। পড়ি না আর সেই কবিতা দেখিনা যে আর জোছনা, অনুভূতিহীন দেয়ালে বন্দি যেন একা। ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ওই দেয়াল টা, এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরব বলে।
Posted on: Thu, 22 Jan 2015 14:49:52 +0000

Trending Topics



músicas cujos títulos possuem nomes de
Never do business with a group called Equita Mortgage Group nor
Reviews@@ Jeremiah Lighting 35923-AN Antique Nickel Timarron

Recently Viewed Topics




© 2015