যারা হরতালে বোমা বাজি আর - TopicsExpress



          

যারা হরতালে বোমা বাজি আর নাশকতা করছে তারা নাকি ১৮ দলের কেউ না, এটা দাবী করেছেন মীর্জা ফকরুল ইসলাম। বেশ ভালো কথা। আমরা অবশ্য উহা জানি। ১৮ দল অতি সুশীল দল, তারা মন দিয়া লেখাপড়া করে, গুরুজনকে সন্মান করে, ছোটদের স্নেহ করে, বিকালে মাঠে খেলিতে যায় এবং সন্ধ্যায় হাত মুখ ধুইয়া পড়িতে বসে। আর পাবলিক এখনো ফিডার খায়।
Posted on: Mon, 04 Nov 2013 12:44:08 +0000

Recently Viewed Topics




© 2015