স্মৃতিচারণ - ) সেটা ছিল - TopicsExpress



          

স্মৃতিচারণ - ) সেটা ছিল ২০০৬ এর ১লা সেপ্টেম্বর, মানে ৩১শে অগাস্ট এর রাত ১:৩০ ( English এ 1st September ),,,, আমি নীচের তলার ঘরে, উপর থেকে খবর এল বাবার বুকে অসহ্য যন্ত্রণা, ছুটলাম উপরে, বাবার আগে কোন অসুবিধে ছিল না বলে বারিতে একটা Sorbitrate পর্যন্ত নেই, পাশের বাড়ি থেকে এক প্রতিবেশী খবর পেয়ে ছুটে ওষুধ নিয়ে এলেন, ব্যাথা একটু কমল কিন্তু রাত ২:৩০ - ৩:00 - ফের ব্যাথা শুরু, consultant cardiologist কে ফোন করে সেই রাতেই Divine Nursing Home এ ভর্তি করা --- সকাল ৯ টা অবধি আর ও দু দুবার cardiac attack .. Emergency Angioplasty র জন্য R N Tagore এ ভর্তি - সাথে সাথেই Procedure ... একদিন ভাল থেকেই পরের দিন আবার ২য় Angioplasty .... তারপর দীর্ঘ ৮ দিনের লড়াই Ventilator এ ...... শেষ পর্যন্ত হঠাৎ Renal Failure .. ১৩ দিনের মাথায় ...... অন্তিম চেষ্টা Dialysis আর তারপর Cardiac Arrest ... সব শেষ .. 13th Sep 2006 .. রাত্রি ৮:৪৩ ... আমার সামনেই ।। আজও স্মৃতিটা চকচকে ঝকঝকে ।।
Posted on: Sat, 13 Sep 2014 13:31:15 +0000

Trending Topics



/div>
5 Steps To Make A Guy Fall In Love With You It turned out that
Just when I think Im OK and I can smile a real smile, Something or
I dont normally get involved in Dominica political affairs but for
"In Summary: The government has done too little to mitigate the

Recently Viewed Topics




© 2015