সাউন্ড বক্সে বেঁজে চলা - TopicsExpress



          

সাউন্ড বক্সে বেঁজে চলা তৌসিফের গান, গানে ঠোট মিলানো, জানালার ধারে টেবিলে বসে বৃষ্টি ধারা অবলোকন, Economics এর কিছু জটিল Math, মাঝে মাঝে মুখে কিছু গুজে দেয়া | মোটকথা খুব ভালো লাগা কাজ করতেছিল | শুধু একটাই খারাপ লাগা কাজ করতেছে? ইশশ্ যদি বিছানার কোলবালিশটার জায়গায় কিছু একটা থাকতো!! তাহলে ওটা নিশ্চয় বিছানায় না থেকে পিছন দিক দিয়ে গলাটা জড়িয়ে ধরতো !!! তারপর, আর কমু না?!!! ডিস্টার্ব ডিস্টার্ব আর ডিস্টার্ব করতো || এমনকি Math এর স্থলে Biology-এর দুএকটা অধ্যায় চর্চা হয়ে যেতো!!!! উহ্ আর ভাবতে পারতেছি না...!!!
Posted on: Fri, 22 Aug 2014 03:29:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015