সালমান রুশদী কে আমরা - TopicsExpress



          

সালমান রুশদী কে আমরা সবাই চিনি ; সবাই ঘৃনা করি। তার একটা দূর্দান্ত মার্কেটিং পলিসি আছে। সেল্ফ ব্যান্ডিং টাইপের। ধরেন কোন একটা অনুষ্ঠান হবে। বিশেষ অতিথি হিসাবে দাওয়াত পেয়েছেন রুশদী সাহেব, হিলারি ক্লিনটন, পোপ, জন পল, স্টিফেন হকিন্স বা এই জাতীয় আরো অনেকে। রুশদী সাহেব যেটা করেন তা হচ্ছে শেষ মুহুর্তে এসে তিনি আর ঐ অনুষ্ঠানে যান না। বরংচ উনি ঐ একই সময়ে প্রয়োজনে অনেক কম গুরুত্তপুর্ন অনুষ্ঠানে হাজীর হন। রিডার্স ডাইজেস্ট এর কোন একটা প্রকাশনা থেকে এই তথ্যটা পেয়েছিলাম। এই বিষয় টা তে রুশদী,র দৃস্টি আকর্সন করা হলে উনি এই গুলী কে Schedule clash বলে চালিয়ে দিতেন। পরবর্তিতে তার একজন ব্যাক্তিগত স্টাফ প্রকাশ করে দেন হাড়ির খবর। যে অনুষ্ঠানে উনার মত আরো বিখ্যাত ব্যাক্তি আছেন যে বা যারা উনার সমান বা উনার চেয়ে বেশি ফোকাস আদায় করে নিতে সক্ষম উনি সেই ধরনের অনুষ্ঠানে এ্যাটেইন করে উনার ফেম বা খ্যাতি শেয়ার করতে নারাজ। তাই *এই ধরনের অনুষ্ঠানে যোগদানের সিডিউল রেখে তিনি প্রচারের সুযোগ নেন। *এই ধরনের অনুষ্ঠানে অনুপস্থীত থেকে তিনি তিনি সমালোচনা সহ্য করেও প্রচারের সুযোগ নেন। * অনুষ্ঠান চলাকালীন সময়ে তিনি এমন কোন প্রগরামে পার্টিসিপেট করেন যেখানে তিনিই প্রধান অতিথি ; তিনিই সকল ফোকাসের কেন্দ্রবিন্দু। আজকে বেগম খালেদা জিয়ার কুমিল্লা প্রোগ্রাম এর সময় আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা,র হবিগঞ্জ প্রগ্রাম দেখে হটাত সাত (৭) বছর আগে পড়া রিডার্স ডাইজেস্ট এর কথা মনে পরে গেলো। এতটুকু কিন্তু নিশ্চিত করেই বলা যাবে সালনাম রুশদী এর চেয়ে মার্কেট ডাম্পিং এ অনেক পাকা খেলোয়াড় শেখ হাসিনা। অবশ্য প্রধান মন্ত্রী,র পদ টা আঁচলে ভালো করে বাঁধা না থাকলে গনেশ উল্টাতে কতক্ষন সময় লাগে সেটা দেখার অপেক্ষাতে বাংলাদেশ।
Posted on: Sat, 29 Nov 2014 10:47:28 +0000

Trending Topics



tbody" style="min-height:30px;">
There is a time when the the vast majority of car loan consumers
BLOOD ON THE SNOW - a winters tale of courage, gallantry and

Recently Viewed Topics




© 2015