সিলেট সীমান্তে রহস্যময় - TopicsExpress



          

সিলেট সীমান্তে রহস্যময় জিপের অনুপ্রবেশ সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে দু’টি রহস্যময় জিপ। গতকাল সকালে সুতারকান্দি স্থলবন্দরে বিজিবি চেকপোস্টে তথ্য না দিয়েই জোরপূর্বক পালিয়ে যায় জিপসহ আরোহীরা। এ ঘটনার পর সিলেটজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সিলেটের সব প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। তবে একটি সূত্র জানিয়েছে, পাজেরো জিপে করে আসা তিন আরোহীর সবাই ব্রিটিশ নাগরিক। তারা সীমান্তের ওপারে বিএসএফকে নিজেদের পাসপোর্ট নম্বর ও নাম-ঠিকানা দিয়ে এলেও রহস্যজনক কারণে বিজিবি চেকপোস্টে প্রয়োজনীয় তথ্য না দিয়েই পালিয়ে যায়। জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সুতারকান্দি স্থলবন্দর দিয়ে গাড়ি দু’টি প্রবেশ করে। তাদের আটকানোর জন্য বিজিবি জওয়ানেরা তাদের নির্ধারিত চেকপোস্টে দাঁড়িয়ে ছিলেন। চেকপোস্টের কাছে আসামাত্র গাড়ি দু’টি তাদের গতিপথ পরিবর্তন করে। চেকপোস্টকে পাশ কাটিয়ে দ্রুত ঢুকে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। এ সময় চেকপোস্টে কর্মরত বিজিবি জওয়ানেরা তাদের অনুসরণ করতে গিয়েও ব্যর্থ হন। প্রত্যদর্শীরা জানান, জিপ দু’টির একটি কালো রঙের ও অন্যটি ছিল রূপালি রঙের। জিপ দু’টির একটিতে চালকের আসনের পাশে এক যাত্রী ছিলেন। অন্যটি চালাচ্ছিলেন এক ব্যক্তি। তার পাশে কোনো যাত্রী ছিলেন না। দু’টি জিপেরই পেছনের প্যাসেঞ্জার সিটে কোনো যাত্রী ছিল কি না তা দেখা যায়নি। কারণ দু’টি জিপের গ্লাসই ছিল টিনটেড বা কালো রঙ দেয়া। ঘটনার পর পরই বিষয়টি আখালিয়ার বিজিবি দপ্তর ও সিলেট জেলা পুলিশকে অবহিত করা হয়। জিপ দু’টি ধরতে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট; কিন্তু বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জিপ দু’টির কোনো সন্ধান পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, সুতারকান্দি সীমান্তে বিজিবি’র প থেকে অপর পাশের বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করলে তারা জানিয়েছে, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ব্রিটিশ পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দেয়ার পর আরোহী তিনজনকে যেতে দেয় বিএসএফ। গাড়ি দু’টিতে বাংলাদেশের কোনো নম্বর ছিল না। তবে তাদের আন্তর্জাতিক ট্রানজিট পারমিশন ছিল। আরোহী তিনজনের এক জনের নাম কাবুল মিয়া। তার ব্রিটিশ পাসপোর্ট নম্বর-৪৫৪৭৯৩৩৫৬। অন্য গাড়িতে ছিলেন আসকির আলী ও আমতর উদ্দিন নামের দু’জন। তাদের পাসপোর্ট নম্বর যথাক্রমেÑ ৫০৮৮৯৮৫৫৮ ও ৬৫২৪৯১৪৮৭। কী কারণে তারা জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আসা গাড়ি দু’টির আরোহীরা সম্ভবত বিদেশী গাড়ির কর ফাঁকি দিতেই জোরপূর্বক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে এসেছেন। -Naya Diganta...
Posted on: Fri, 01 Nov 2013 04:17:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015