***হঠাৎ করে গরম চা, কফি বা - TopicsExpress



          

***হঠাৎ করে গরম চা, কফি বা স্যুপ খেয়ে জিব ও মুখের ভেতর পুড়ে গেলে কী করা উচিত *** আমাদের মুখগহ্বরের ঝিল্লি নিজে থেকেই এ ধরনের মৃদু পোড়া বা ছ্যাঁক লাগাকে প্রতিরোধ করতে পারে। প্রথমে জ্বালা করলেও তা অচিরেই সেরে যায়। তবে গরম ছ্যাঁকা লাগার সঙ্গে সঙ্গে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি মুখে দিয়ে কুলি করলে আঘাত ও জ্বালা অনেক কমানো যায়। পোড়ার মাত্রাও কমে আসে। ক্যানালগ ইন ওরাবেস নামের মলম একটি কটন বাড দিয়ে ধীরে ধীরে জিব ও ভেতরের পোড়া অংশে প্রলেপ দিয়ে দিলেও দ্রুত সেরে যায়। অধ্যাপক অরূপ রতন চৌধুরী, দন্ত বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল। ------------------------------------------------------------------ পেইজে প্রায় ৪১,০০০+ জন ফ্যান আছে। অথচ, কমেন্ট করে মাত্র ৩০ থেকে ৩৫ জন। এটা হতাশাজনক। আপনাদের লাইক ও কমেন্টগুলো আমাদেরকে নতুন পোস্ট দিতে উৎসাহিত করে, আমরা অনুপ্রাণিত হই। আপনারা যদি লাইক ও কমেন্ট না করেন তাহলে আমরা এই পেইজ চালানোর উৎসাহ হারিয়ে ফেলি। যাই হোক, আপনাদের যদি কমেন্ট করতে খুব বেশি কষ্ট হয়, তাহলে “Thanks” এই ওয়ার্ডটার প্রথম বর্ণ “ T ” লিখে কমেন্ট করুন।
Posted on: Sat, 24 Aug 2013 03:36:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015