় আপনার প্রিয় সাধের FB ID টি - TopicsExpress



          

় আপনার প্রিয় সাধের FB ID টি হ্যাকিং বা নষ্ট হওয়া থেকে বাচাঁতে অবশ্যই পড়বেন ..... প্রতিদিন গড়ে ১টি FB ID হ্যাক করার ৬ লক্ষ বার চেষ্টা করা হয়। বুকের ভেতরটা তখনি কেপেঁ উঠে যখন Facebook এ Loging করতে গিয়ে হঠাত্ করেই লেখা ওঠে____ ๏Your E- mail & Password Incorrect বা Not mach found বা This is old password๏ তখন যারা এ বিষয়ে অবগত আছেন তারা বুঝে যান যে তাদের প্রিয় সাধের আইডিটি হ্যাকারদের দখলে আছে। হ্যাকিং থেকে বাঁচার উপায় জানার জন্য আমাকে অনেকেই ইনবক্স করেছেন। ভেবেছিলাম অনেক আগেই দেব, কিন্তু এ বিষয়ে একটু ঘাটা ঘাটির প্রয়োজন বোধ করলাম তাই দেরি হল। এখন কাজের কথায় আসা যাক, আজকাল হ্যাকিং এর পরিমান আশংকা জনক হারে বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফেইসবুক হ্যাকিং। ফেইসবুক এমনিতেই High secured zone জোকার বার্গ ফেইসবুকে প্রচুর টাকা খরচ করেন ফেইসবুকের Security এর জন্য। কিন্তু তারপরও প্রচুর ফেইসবুক আইডি হ্যাক হচ্ছে। হ্যাকিং এর প্রধান কাজ হচ্ছে, আপনাকে ধোকা দিয়ে আপনার পাসওয়ার্ড হাতিয়ে নেয়া। হ্যাকিং এর পদ্ধতি যেমনই হোক না কেন, আপনাকে ভিকটিমের অনুমতি নিতেই হবে। হ্যাকারকে যেকোন ভাবেই হোক,তার কাজ হল ভিকটিমকে প্ররোচিত করে তার অনুমতি নেয়া। তাই আপনাদের বোঝা উচিৎ আপনারা আপনাদের অগোচরেই আসলে হ্যাকারের ফাঁদে পা দেন। তাই ইমেইল আইডি বা আপনার ফোন নাম্বার হাইড করে দিয়ে কোন লাভ হবে না যদিনা আপনি সতর্ক হোন। এখন আপনার মাথায় প্রশ্ন আসবে “ তাহলে আমি বাঁচব কিভাবে?” আমি আপনাদের কে সাহায্য করছি। আমি বলছি কিভাবে সাবধান থাকবেন। বলার আগে প্রথমে জেনে নেই হ্যাকাররা মূলত কিভাবে বা কোন কোন পদ্ধতিতে হ্যাকি করে: ১। ফিশিং এর মাধ্যমে। ( এটাই বেশি প্রচলিত) ২। সফট্ওয়্যার কি লগারের মাধ্যমে। ৩। হার্ডওয়্যার কি লগারের মাধ্যমে। ৪। ফায়ারশিপ ব্যবহার করে। ৫। কুকি চুরি করে। ৬। ইমেইল আইডি হ্যাক করে। ৭। সোস্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। উপরের সবগুলোতেই হ্যাকারের ভিকটিমের অনুমতি নিতে হয়। এখন আপনাদের বলছি কিভাবে সিকিউর্ড থাকবেন.... নিম্নের ধাপ গুলি মেনে চললে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন, আপনার ফেইসবুক একাউন্ট হ্যাক করা যাবেনা। 1. Security Settings . 2. Password Tips . 3. Account Settings . 4. Verifiable Login . 5. Be Careful . 6. Avoid These... ধাপগুলি মনোযোগ দিয়ে লক্ষ করুন এবং সে অনুয়ায়ী কাজ করুন। →Security Settings এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এর বহুমুখী কাজের মধ্যে আমাদের আপাতত যা লাগবে... প্রথমে Settings & Privacy তে যান এরপর Security তে প্রবেশ করে Login Notifications এবং Email Login Notifications এর পাশে Enable করুন। Loging Approval Enable করে নিন। ফোন নাম্বার চাইলে তা দিয়ে Save করুন। Recognized Devices এ ক্লিক করে সব ডিভাইস Mark করে Remove করুন ..... আপনার কাজ শেষ। এখন নিশ্চিন্তে থাকতে পারেন। কোন সমস্যা হলে জানাবেন ....
Posted on: Mon, 15 Sep 2014 13:31:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015