১, ট্রান্সফরমার - TopicsExpress



          

১, ট্রান্সফরমার কোন বৈশিষ্টকে রূপান্তর করে? উ, উভয়টি ২, রেডিওতে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়? উ, স্টেপ ডাউন ৩, নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ? উ, রূপা ৪, বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির? উ, ঘনত্ব বেশি ৫, কত কেলভিন তাপমাত্রায় পানির ঘনত্ব সবেচেয়ে বেশি হয়? উ, ২৭৭ ৬, কৃষি জমিতে প্রধানত চুন ব্ব্যবহার করা হয়? উ, মাতির অম্লতে হ্রাসের জন্য ৭, কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ? উ, সালফার ৮, ফল পাকানোর জন্য দায়ী কী? উ, ইথিলিন ৯, ফটোইলেকট্রিক কোষের ওপর আলোক পড়লে কী উৎপন্ন হয়? উ, বিদ্যুৎ ১০, নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? উ, ইউরিয়া ১১, মাইট্রোকল্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন? উ, ৭৩% ১২, মূল নেই কোন উদ্ভিদের? উ, ঊপরের একটিও নয় ১৩, নাইট্রোজেন সমৃদ্ধ জৈবসার কোনটি? উ, সরিষার খৈল ১৪, কোন গাছের কাঠ থেকে দিয়াশলাই তৈরী হয়? উ, গেওয়া ১৫, বংশগতি বিদ্যার জনক কে? উ, মেন্ডেল ১৬, কোনটি উন্নত জাতের তুলার নাম? উ, রূপালী ১৭, প্রাকৃতিক রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটি কি কয় ভাগে ভাগ করা যায়? উ, ৫ ভাগে ১৮, রেলের স্লিপার তৈরীতে ব্যবহৃত হয় কোনটি? উ, গর্জন কাঠ ১৯, ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে? উ, ড. মাকসুদুল আলম ২০, এর মধ্যে কোন পদার্থটি প্রকৃতিতে পাওয়া যায়? উ, রাবার ♦নতুন কিছু জানতে Job Solution -জব সলিউশন পেজে লাইক করুন। Job Solution -জব সলিউশন
Posted on: Mon, 08 Sep 2014 18:45:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015