৪ ধরণের 3G প্যাকেজ আনছে - TopicsExpress



          

৪ ধরণের 3G প্যাকেজ আনছে গ্রামীনফোন !!! গ্রামীণফোনের চিফ মাকের্টিং অফিসার অ্যালান বনকে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন মুল্যের ৪টি প্যাকেজে গ্রাহকরা থ্রিজি সে করতে পারবে। গ্রাহকরা দু’হাজার টাকার মধ্যে থ্রিজি মডেম ও ৪ হাজার ৫’শ টাকার মধ্যে স্মার্টফোন পাবে। এছাড়া ২০০৯ সালের পর যেসব মডেম বাজারে ছাড়া হয়েছে সেসব মডেম থ্রিজি সাপোর্ট করবে। অ্যালান বলেন, অক্টোবরের ১০- ১৫ তারিখের মধ্যে আগ্রাবাদ, ১৪ নভেম্বর খুলশী, ২৪ ডিসেম্বর পাহাড়তলী ও কক্সবাজার, ২৬ ডিসেম্বর কোতোয়ালী, ২৯ ডিসেম্বর হালিশহর, সিইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েট থ্রিজি’র আওতায় আসবে। এছাড়া ৭টি বিভাগীয় শহরে আগামী ডিসেম্বরের মধ্যে থ্রিজি সেবা চালু করা হবে। ২০১৪ সালের মার্চের মধ্যে ৬৪টি জেলা থ্রিজির আওতায় চলে আসবে।
Posted on: Sat, 05 Oct 2013 06:53:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015