((অফ টপিকস)) বাংলাদেশ - TopicsExpress



          

((অফ টপিকস)) বাংলাদেশ দলের ফিক্সচারঃ ২০১৪ | January-February: শ্রীলংকা বাংলাদেশে আসবে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।... তারপর পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে ত্রিদেশীয় ওডিআই সিরিজ হতে পারে। February-March: বাংলাদেশে হবে এশিয়া কাপ। বাংলাদেশ ভারত, শ্রীলংকা এবং পাকিস্তানের সাথে একটি করে ম্যাচ খেলবে। ফাইনালে গেলে আরো একটি ম্যাচ বাড়বে। March-April: বাংলাদেশে হবে টি২০ বিশ্বকাপ। কোয়ালিফাই রাউন্ডে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপারটেন- উঠবে। সুপার টেন-এ উঠলে বাংলাদেশ ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার সাথে একটি করে ম্যাচ খেলবে। সেমিফাইনালে উঠলেএকটি এবং ফাইনালে উঠলে আরো একটি ম্যাচবাড়বে। May: ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতেবাংলাদেশে আসবে। July: ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ২ টি টেস্ট, ৩ টি ওডিআই এবং ১ টি টি২০ ম্যাচ খেলবে। October: বাংলাদেশ জিম্বাবুয়ে এবং শ্রীলংকা ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর জিম্বাবুয়ের সাথে ২টিটেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ।
Posted on: Sun, 10 Nov 2013 18:18:13 +0000

Trending Topics



xpress.com/ProX-Cases-XS-NS6-LTBL-Numark-NS6-DJ-MIDI-Controller-ATA-All-Black-topic-675359095830928">ProX Cases XS-NS6-LTBL Numark NS6 DJ MIDI Controller ATA All Black
Au moment où la République Dominicaine prend des dispositions
I have many things to say and to judge of you: but He that sent Me
As were now slowly approaching the end of our Australian tour with

Recently Viewed Topics




© 2015