-আপনি কি মেধাবী? - হ্যা - - TopicsExpress



          

-আপনি কি মেধাবী? - হ্যা - আপনার বাবার কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে? - না! - আপনি কি নারী? - না! - আপনি কি উপজাতী? - না! - আপনি কি প্রতিবন্ধী? - না! - আপনার কি ক্ষমতাধর মামা চাচা আছে? - না! - আপনার বাবার ব্যাঙ্ক ব্যালেন্স কি স্বাস্থ্যবান? -না! তাহলে আপনার জন্য কিছু দুঃসংবাদ আছে, বাংলাদেশে সরকারী চাকরীর ক্ষেত্রে ৫৫ ভাগ বরাদ্ধ থাকে বিভিন্ন কোটার জন্য। ৩০% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ১০%নারীদের জন্য, ১০% উপজাতীদের জন্য, ৫% প্রতিবন্ধী ও অনান্যদের জন্য। ভাবছেন ৪৫ ভাগ আছে যোগ্যদের জন্য? না, ভুল করলেন, এখানেও কিছু অলিখিত কোটা থাকে, যেমন ধনী কোটা, মামা চাচা কোটা, তারপর প্রশ্ন ফাস তো আছেই। এখন মেধা দিয়ে আপনি বাসায় বসে মুড়ি চাবান। এমন অদ্ভুত কোটা পদ্ধতি পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। ছোটবেলায় শেখা সেই প্রবাদটিকে মনে হয় পরিবর্তন করার সময় এসেছে, "লেখাপড়া করে যে, লোকাল বাসে চড়ে সে" মামা চাচা আছে যার, প্রাইভেট কার শুধু তার "। (বীর)
Posted on: Fri, 12 Jul 2013 09:19:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015