!!! চমকে দেয়ার মতন তথ্য !!! ☞ - TopicsExpress



          

!!! চমকে দেয়ার মতন তথ্য !!! ☞ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে। ☞ আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করে। ☞ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো "টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো " টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।" আর তাই তো হলো। ☞ ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনূভুত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে। ☞ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে। ☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না। ☞ ফেইসবুকে এখন কিন্তু facebook এর পরিবর্তে fb লিখলেই হয়ে যায়। এই fb বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার। ☞ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও বেশী ভূমিকম্প হয়ে থাকে। ☞ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ ফুটবল (football) বলে থাকে। আর বাকি দেশগুলো ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে। ☞ সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে। তাছাড়া খুলবে না। ☞ ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়। ☞ 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5,R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80 ☞ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে। ☞ “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে। ☞ “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। ☞ “Education” ও “Favourite”শব্দে সবগুলো vowel আছে। ☞ “Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o- u) আছে। ☞ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u আছে। ☞ Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই । @dmin~অভ্র আবির
Posted on: Fri, 13 Sep 2013 09:20:12 +0000

Trending Topics



/b>
“Only once in your life, I truly believe, you find someone who
What a day! I got to go out in Pasture for an hour w Cypress. He
Foodies Video Contest! We want to know what food you love
Nadie pudo hacer, nadie puedo hacer lo que cristo hizo dentro de
Arman Biswas Xuman Nzy Chao Danim Baruah Jitu Das Suraj
Reasons why you must own the new iPhone6 which costs about

Recently Viewed Topics




© 2015