*** যারে দেখতে নারি , তার - TopicsExpress



          

*** যারে দেখতে নারি , তার চলন বাঁকা *** সেই দুই প্রতিবেশীর কিচ্ছা টা , আমরা অনেকে জানি। এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর ছেলের বিষযে বলে ছিল। ওই ছেলে এত পড়াশুনা করলে কি হবে , পাশ করতে পারবে না। পাশ করার পর বলেছিল , কষ্ট করে না হয় পাশ করেছে , কিন্থু চাকুরী পাবে না। চাকুরী যখন পেলো , তখন বলেছিল ,চাকুরী পেয়েছে ঠিক আছে , বেতন পাবে না। আবার বেতন যখন পেলো, তখন সেই প্রতিবেশী বলেছিল , বেতন পেলে কি হবে , ওর সংসারে সুখ আসবে না। ...... সেই রূপ আমাদের দেশে কিছু intellectual লোক আছেন , যাদের কাজই হচ্হে বঙ্গ বন্ধু সম্পর্কে কারণে অকারণে কুট উক্তি করা। কেউ কেউ এমনও বলেন , বঙ্গ বন্ধু সাধীনতা চান নাই। উনি নিজের ইচ্হায় পাক সেনাদের কাছে ধরা দিয়েছেন। আবার অনেকে জিয়া র সঙ্গে তুলনা করেন। যা যাই বলুক , সাধীনতা র যুদ্ধ টা তো তাকে ঘিরেই হয়েছে , নেতৃত তো তার ছিল , সারা দুনিয়া তো তাকেই চিনে , সারা দুনিয়া তত্কালীন সময় আর কোনো বেক্তি কে নেতা হিসাবে চিনতো না , না জিয়া , না অন্য কেউ। শাসক হিসাবে ওনাকে কেউ কেউ সমালোচনা করতে পারেন কিন্থু বাংলাদেশের তথা বাঙালির নেতা হিসাবে সারা দুনিয়ায় উনি সিকৃত (recognize ) .... আমরা ই কিছু লোক যারা এটা মানতে চাই না। .............. যখন হাসিনা সরকারের সমালোচনা কেউ করেন, আমার কিছুই যায় আসে না। কারণ সরকারের সমালোচনা যে কেউ করতে পারেন। অনেকে আবার শেখ মুজিব কে মানলে মনে করেন ,সে আওয়ামী লিগার। এই ধারণা টা হয়তো একদিন পাল্টিয়ে যাবে। আর একটু সময় লাগবে।
Posted on: Mon, 25 Aug 2014 08:17:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015