----নাজিরুল ইসলাম - TopicsExpress



          

----নাজিরুল ইসলাম নাদিম জনাব এইচ টি ইমাম কে বলছি, আপনি যে কোটা বাড়াতে চাইছিলেন সেটা কি আপনার শ্বশুর বাড়ির এর দিক দিয়ের আত্মীয়দের জন্য????? হায়রে কোটা!!!!!!!!!!!! বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে নাকি চায়ের দোকানে পানি টানে!!!!! জনাব, আপনাকেই বলছি, বীরশ্রেষ্ঠ কিন্তু বাংলাদেশে ৭ জন ছিল মাত্র, আর মুক্তিযোদ্ধা ২ লাখ ৮৫হাজার(উইথ এ বিশাল এমাউন্ট অফ ভুয়া মুক্তিযোদ্ধা) একজন বীরশ্রেষ্ঠ মানে কি বুঝেন তো???মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করছে, আর বীরশ্রেষ্ঠ এই দেশের জন্ম দিছে। মুক্তিযোদ্ধাদের যদি ৩০% কোটা থাকে, তবে বীরশ্রেষ্ঠ এর সন্তানদের জন্য ৯০% কোটার ব্যাবস্থা করা হোক। এটা আমার প্রানের দাবি । এখন বলেন আপনার ৯০% কোটা দিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কি করবে??? হয়ত আরেকটু ভালো চা স্টলে চাকরী করতে পারবে, হয়ত নিজের ছেলেক রিক্সা কিনে দিতে পারবে চালানর জন্য, হয়ত নিজের বউকে মানুষের বাড়ির ঝি এর কাজ থেকে মুক্তি দিয়ে একটা সেলাই মেশিন কিনে দিবে, ছোট মেয়েটার যখন ১৪ বছর বয়সে বিয়ে হবে, তখন জামাইকে একটা হিরো সাইকেল, আর নগদ কিছু টাকা তুলে দিতে পারবে। নাতি কোটা দিয়ে কিন্তু রুহুল আমিনের নাতি আপনার কাছে রিক্সা ভারা ১০ টাকা বেশি নিবেনা!!!!!! বাংলাদেশের জাতির বিবেক এবং তার চেয়ে বড় বড় বিবেকবানদের কাছে প্রশ্ন রইল,জনাব, লজ্জা কি লাগেনা????????? বিঃ দ্র; কালকে ৩টায়, আবারো শাহবাগে। মার যখন খেয়েছি, মার আরও খাব, কোটা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, ইনশাল্লাহ।
Posted on: Thu, 11 Jul 2013 22:38:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015