-----------একটি ভিন্নরকম - TopicsExpress



          

-----------একটি ভিন্নরকম পোস্ট---------- - --------------- সবাই পড়বেন---------- ---- ঢাকা নিউ মার্কেটের সামনে সাইন্স ল্যাব পর্যন্ত ফুটপাথের উপর সারি সারি খোলা দোকান। ছেলে-মেয়ে উভয়ের পছন্দসই জিনিস পাওয়া যায়। মাঝে মাঝে দরকারে যাই। ছেলেদের গেন্জি প্যান্ট এর পাশেই মেয়েদের পায়জামা, এটা সেটা। কিন্তু কথা হল গিয়ে এগুলো পায়জামা না। আজকালকার মেয়েরা টাইট টাইট যেগুলো পড়ে। এগুলোকে নাকি লেগিংস বলা হয়। যাই হোক,এগুলো কিনে কারা? বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মহিলাদেরই ভিড় দেখি। এই মহিলাগুলো তাদের বাড়ির মেয়ের জন্য এগুলো কিনে নিয়ে যান। একটা ১০/১১ বছরের মেয়ের মধ্যে কি পোশাক সচেতনতা ততটা আসে? এই সময় যদি একজন মা তার মেয়েকে গেন্জি লেগিংস পড়িয়ে বাইরে নিয়ে যান,ঐ মেয়েটা এটাতেই অভ্যস্ত হয়ে পড়বে। বিশ্বাস করুন ভাই,আমি একটা ছেলে হওয়ার পরেও রাস্তা ঘাটে লেগিংস পড়া কোনো মেয়ে দেখলে আমার প্রচন্ড ঘৃণাবোধ হয়। পোশাকের প্রয়োযনীয়তা নিজের আব্রু রক্ষা করায়। কিন্তু এই কুৎসিত পোশাকটায় একটা মেয়েকে যে কতোটা কুৎসিত লাগে তা লিখে বুঝাতে পারব না। ঢিলেঢালা পায়জামা আর ভদ্র সালোয়ার কামিজে মেয়েদের কতোটা মার্জিত দেখায় মেয়েরা তা জানে না।(এটা আমার দৃষ্টিভংগি।) সম্মান কিন্তু কেউ কাঅকে দেয় না, আদায় করে নিতে হয়। আপনারা যখন আজেবাজে পোশাক পরেন বেশিরভাগ ছেলে আড়ালে এক কথায় বলে, ফাউল মেয়ে। আর যখন মার্জিতভাবে আপনি চলবেন,তখন যদি রাস্তায় কিছু কুলাঙ্গার আপনাকে টিজ করে,এই আমরা,আমাদের মত ছেলেরাই আপনাকে সাপোর্ট দিবে। অন্তত আমি তাই করব। _______SopniL
Posted on: Mon, 30 Sep 2013 19:12:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015