:-) খুব খারাপ কিছুর পথে - TopicsExpress



          

:-) খুব খারাপ কিছুর পথে এগিয়ে যাচ্ছি। আমার কিছু সমস্যা আছে। যা সহ্য করতে পারিনা। আমি অস্বাভাবিক আচরণ করি। সবাইকে সহ্য হয়না। রাগ উঠে, ঘৃণা হয়...তাই সবার সাথে মিশতে পারিনা। কথায় কথায় সম্পর্ক ভেঙ্গে দেই, কারো চোখে চোখ রেখে কথা বলতে পারিনা। আমি অস্বাভাবিক। কারো সাথে আমার মিল হয়না। মানুষকে কষ্ট দেওয়া আমার অভ্যাস হয়ে গেছে। এবার স্থায়ী কষ্ট দেবো। :-( আমার রাগ আমাকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে এসেছে। এই পৃথিবীর সমস্ত নিয়মের প্রতি ঘৃণা চলে আসছে। পাগল হয়ে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া কিংবা শেষ হয়ে যাওয়া ভালো ছোট ছোট ব্যাপার সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। নোংরা চেহারা, দুঃস্বপ্নগুলো পিছু ছাড়ছেনা। ছোট্ট মনটাকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বড় বড় মন গুলো ভেঙ্গে দিতে হবে হয়তো। :-( Im a loser, im the greatest coward of this world. Im what, which is good for nothing. I cant bear even a little single pain from anyone. Im worst! i should die. hate myself.. and u.
Posted on: Fri, 12 Dec 2014 13:09:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015