- তোমার নাম কী? - সুজন। - - TopicsExpress



          

- তোমার নাম কী? - সুজন। - বাড়ী কোথায়? - হাজিভিলার অনো। - বাবা কী করেন? - আমার আব্বা ব্যবসা খরইন। উপরের অংশটুকু জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রথম ক্লাসে শ্রীমান চিন্ময় চন্দ স্যারের সাথে আমার কথোপকথন। আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশুনা করেছি গ্রামের স্কুলে। সেখানে সিলেটি ছাড়া কোন ভাষার প্রচলন ছিলো না। আমার স্পষ্ট মনে আছে, ক্লাস সিক্সে যখন ভর্তি হলাম, তখন আমার প্রমিত ভাষায় কথা বলার যোগ্যতা প্রায় শূণ্যের কাছাকাছি (এখনো যে খুব একটা উন্নতি হয়েছে তা নয়। প্রায়ই চোরকে চুর, বা দেশকে দ্যাশ বলে ফেলি)। আমি যখন জেসিপিএসসিতে ক্লাস সিক্সে ভর্তি হই, সেটা ২০০২ সাল। এখন যেখানে পার্কের মতো জায়গা, সেটা তখন ছিলো গহীন জঙ্গল, প্রশাসনিক ভবন নামে কোন কিছুর অস্তিত্ব ছিলো না, কলেজ বিল্ডিং এর দুই রুমে কাজ চলতো। অধ্যক্ষের রুম ছিল কলেজ বিল্ডিং-এর দুই তলায় একটা রুম। জেসিপিএসসির কোন গেইট ছিলনা। এখন যেখানে পার্কিং লট, তখন সেখানে ছিলো মাঝারী সাইজের একটা খাল। আমাদের অডিটরিয়াম ছিলো ঠিকই, তবে তাতে যে পরিমাণ ইকো হতো, তাতে সহজেই প্রতিধ্বনি শোনার জন্য কতটুকু দূরত্ব প্রয়োজন তার পরীক্ষাটুকু করে ফেলা যেতো। ২০০৫ সাল আমরা তখন ক্লাস নাইনে। এইচএসসির রেজাল্ট দিয়েছে। ১০০% পাশ করেছে। এ প্লাস পেয়েছিলো মনে হয় ২০-৩০ জনের মতো। সিলেট বোর্ডে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিলো সিলেট ক্যাডেট কলেজ। আমাদের কলেজের নাম পত্রিকায় মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাওয়া যেতো না। ম্যাথের টিচার আব্দুল #হান্নান স্যার আমাদের বললেন, বুচ্ছস! যখন এই কলেজটা প্রতিষ্ঠা হয়, তখন রেজাল্টের পর আমরা দেখতাম সিলেট ক্যাডেট কলেজ ১ নাম্বার। যতজন পরীক্ষা দিছে, ততজন পাশ, ততটা এ প্লাসও। এই গুলা কী খায়া পরীক্ষা দেয়? আর ভাবতাম, আমরা কোনদিন ঐ জায়গায় যামু। আইজকা আমরা ১০০% পাশ করছি। একদিন দেখবি এ প্লাসের সংখ্যায় আমরা ক্যাডেট কলেজরেও ছাড়ায়া যামু। দুই বছর পরেই এ প্লাসের সংখ্যায় আমরা ক্যাডেট কলেজকে ছাড়িয়ে গিয়েছিলাম। কিন্তু তখনো এক হতে পারিনি। আজ টিভি স্ক্রলে যতবার জেসিপিএসসির নাম দেখছি বুকটা ভরে যাচ্ছে। জেসিপিএসসি আগের মতো আছে কি না, আগের শিক্ষকরা নাই, তার পড়াশুনার মান আগেরমতো আছে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, তবে জেসিপিএসসির প্রতি ভালোবাসা ঠিক আগের জায়গায়ই আছে। ভালো থেকো জেসিপিএসসি। জেসিপিএসসি আর জেসিপিএসসিয়ানদের শুভেচ্ছা। #Writer : Hasnat Sujon
Posted on: Wed, 13 Aug 2014 10:31:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015