-=(পইড়া দেখেন, পুরাই - TopicsExpress



          

-=(পইড়া দেখেন, পুরাই পাংখা)=- বল্টু পরীক্ষার ফি মাফ করার জন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখেছে— জনাব, বিনীত নিবেদন এই যে, আমার আব্বায় আমারে ৫০০ টাকা দিছিল পরীক্ষার ফিস দেওয়ার লাইগা। কিন্তু আমি ১০০ টাকা মোবাইলে লোড করে মেগাবাইট কিনছি, ১০০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছ আমার নতুন গার্লফ্রেন্ডের মোবাইলে ৫০ টাকা লোড দিছি। আর, বাকি ২৫০ টাকা বাজিতে হাইরা গেছি! ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু হাইরা গেছি, কারণ, ম্যাডামের লগে তো লটর-পটর চলতাছে আপনার! অতএব, জনাবের সামনে দুইটা রাস্তা খোলা। ফিস মাফ, নয়তো পর্দা ফাঁস !!! আপনার একান্ত সুবোধ ছাত্র, বল্টু মিয়া। হাঃ হাঃ হাঃ মাইরালা, আমারে মাইরালা. . .
Posted on: Sat, 22 Jun 2013 06:57:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015