[[180260102152722]] স্মৃতির চাদরে - TopicsExpress



          

[[180260102152722]] স্মৃতির চাদরে আল্লামা হারুন সাহেব রহমাতুল্লাহী আলাইহী... [[180260102152722]] পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা তাকি উসমানী সাহেবের সম্মানিত পিতা আল্লামা মুফতী শফি (রহঃ) এর কথা সকলেই জানেন.. ঐ শফি সাহেব (রহঃ) এর মৃত্যুর পর হারুন সাহেব (রহঃ) এর একটা অমর কীর্তিগাঁথা তৈরি হয়েছিলো.. আশ্চর্য কীর্তিগাঁথাটি জেনে নিন... [[180260102152722]] মুফতী শফী রহঃ এর মৃত্যুর পর সারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্টের প্রধান ইসলামী বিদ্যাপিঠ থেকে একটি করে মুরসিয়াহ (শোকগাঁথা) পাঠানো হয়েছিলো. মিশরের জামেয়া আযহার, মদিনা ভার্সীটি, ভারতের দেওবন্দ সহ সকল মুসলিম রাষ্ট থেকেই একটি করে মুরসিয়াহ্ পাঠানো হয়েছিলো.. বাংলাদেশ থেকে মুরসিয়াহ্ পাঠানোর জন্য হাটহাজারী মাদ্রাসাকে নির্বাচন করা হলো. এবং সকল উস্তাদের সম্মতিক্রমে তার দায়িত্ব পড়লো আল্লামা হারুন সাহেব (রহঃ) এর উপড়.. হারুন সাহেব অল্প কয়েক কাঁতারে আরবী কিছু শের (কবিতা) লিখে পাঠিয়ে দিলেন..! যেখানে সারাবিশ্বের জাদরেল জাদরেল আদিবদের পক্ষ থেকে আরবী অসংখ্য মুরসিয়াহ প্রেরণ করা হয়েছিলো সেখানে অখ্যাত এই বাংলাদেশের সামান্য কয়েক কাঁতারের এই লেখাটুকুর গুরুত্ব ততটা হবে না এটাই ধরে নিয়েছিলো সবাই..! কিন্তু ঐ সামান্য লেখাটুকু নিয়ে যখনই মদিনা ভার্সীটির এবং জামেয়া আযহারের কয়েকজন আদিব গবেষণা করলেন তখন তারা হয়রান হয়ে গেলেন অর্থপূর্ন ঐ আরবি কবিতাগুলো দেখে! এবং পরবর্তিতে হারুন সাহেব (রহঃ) এর প্রেরণ করা ঐ মুরসিয়াহটি সর্বশ্রেষ্ট মুরসিয়াহ রুপে গন্য হয়েছিলো. এবং তাকি উসমানী সাহেব পাকিস্তান থেকে হাটহাজারী এসেছিলেন কেবলমাত্র হারুন সাহেবকে দেখার জন্য...! ঐ মুরসিয়াহটিতে কি ছিলো জানেন? আরবি কবিতাগুলোর প্রত্যেকটা দুই লাইনে হয়ে থাকে. এবং আরবী প্রত্যেকটা হরফের একটা সংখ্যা মান রয়েছে.. ঐ মুরসিয়াটিতে লিখিত প্রত্যেকটা কবিতার দুই লাইনের প্রথম লাইনের আরবী হরফের মানের যোগফলের সমষ্টি মুফতী শফী (রহঃ) এর জন্মতারিখ হয়! এবং দ্বিতীয় লাইনের প্রত্যেকটা হরফের যোগফলের সমষ্টি ওনার মৃত্যুতারিখ হয়!!! কপি:- হাছিব আর রহমান
Posted on: Sun, 27 Oct 2013 17:39:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015